ন্যাভিগেশন মেনু

পেলোসির তাইওয়ান সফরের তীব্র বিরোধিতা চীনের


চীন মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের দৃঢ় বিরোধিতা করেছে এবং এর তীব্র নিন্দা জানিয়েছে।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ ছিয়েন মঙ্গলবার পেলোসির তাইওয়ান সফর নিয়ে এ কথা বলেন।

তিনি বলেন,চীন বহুবার তাইওয়ান সফরের গুরুতর ফলাফল তুলে ধরেছে। তবে পেলোসি তা উপেক্ষা করে ইচ্ছাকৃতভাবে সংকট সৃষ্টি করেছেন। তার এই আচরণ গুরুতরভাবে এক-চীন নীতি এবং চীন ও যুক্তরাষ্ট্রের তিনটি ইস্তাহারের লঙ্ঘন।

উ ছিয়েন বলেন, এ সফর চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্কের রাজনৈতিক ভিত্তিতে আঘাত হেনেছে এবং চীন ও যুক্তরাষ্ট্রের দুটি বাহিনীর সম্পর্ককে বিনষ্ট করেছে।

তিনি আরও বলেন, তাইওয়ানের ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি বহিরশক্তির সঙ্গে মিলে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করেছে এবং তাইওয়ান অঞ্চল সফরে পেলোসিকে আমন্ত্রণ জানিয়েছে, যা খুব বিপজ্জনক এবং গুরুতর ফলাফল বয়ে আনবে।

তিনি বলেন, এমতাবস্থায় চীনা গণমুক্তি ফৌজ উচ্চ পর্যায়ের সতর্কতা বজায় রেখে ধারাবাহিক সামরিক অভিযান চালিয়ে পাল্টা জবাব দেবে। (সূত্র: সিএমজি)