ন্যাভিগেশন মেনু

প্রতারণার অভিযোগে নাইজেরিয়া ও ঘানার ৪ নাগরিক গ্রেপ্তার


ফেসবুকের মাধ্যমে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নাইজেরিয়া ও ঘানার চার নাগরিককে গ্রেপ্তার করেছে সিআইডি।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীর দক্ষিণখান থানাধীন কাওলার ও ভাটারার বসুন্ধরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে সিআইডি।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে মালিবাগে সিআইডি সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য  জানান সিরিয়াস ক্রাইম ইউনিটের বিশেষ পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা।

গ্রেপ্তারকৃতরা হলেন - দুই নাইজেরিয়ার নাগরিক মরো মহাম্মদ, মরিসন এবং দুই ঘানার নাগরিক সিসম ও এন্থনি।

এদের মধ্যে মরো মহাম্মদ ও  মরিসন মাত্র ৩০ দিনের ভিসায় এসে পার করেছেন ৮ বছর। এসময়ে খেলোয়াড় জীবনের আড়ালে করেছেন নানা ধরনের অপরাধ। বাকি দুই ঘানার নাগরিক সিসম ও এন্থনী এসেছিলেন এক বছরের স্টুডেন্ট ভিসায়। তাদের কেউই ভিসার মেয়াদ বাড়াননি।

সিআইডি প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশ্চিত হয়েছে, গ্রেপ্তারকৃত বিদেশিরা দীর্ঘদিন ধরে বাংলাদেশে অবস্থান করে এ ধরনের প্রতারণা করে আসলেও এদেশে তাদের অবস্থানের বৈধ কোন কাগজপত্র এবং পাসপোর্ট প্রদর্শন করতে পারে নাই।

সৈয়দা জান্নাত আরা বলেন, ‘প্রথমত তারা ট্যুরিস্ট, খেলোয়াড়, বিজনেস ও স্টুডেন্ট ভিসায় বাংলাদেশে প্রবেশ করে, পরবর্তীতে স্থানীয় কিছু অ্যাজেন্টের সহায়তায় এ ধরনের প্রতারণা করে।’

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হলেও দুপুরে সিআইডি কার্যালয়ে নিয়ে এলে আসামিরা নিজেদের শিক্ষার্থী ও ফুটবলার হিসেবে দাবি করেন। 

পুলিশ বলেছে, গ্রেপ্তারকৃতরা ২০১২ থেকে ২০১৬ সালের মধ্যে বাংলাদেশে এলেও তাদের ভিসার মেয়াদ অনেকদিন আগেই শেষ হয়ে গেছে।

এডিবি/