ন্যাভিগেশন মেনু

প্রধানমন্ত্রী দেশীয় শিল্প বিকাশে অত্যন্ত আগ্রহী: প্রাণিসম্পদ মন্ত্রী


প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশীয় শিল্প বিকাশে অত্যন্ত আগ্রহী বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

রবিবার (২১ মার্চ) রাজধানীর সিরডাপ মিলনায়তনে পোল্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড ২০১৯ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, ‘দেশে মৎস্য ও প্রাণিসম্পদ খাত সংশ্লিষ্ট শিল্প স্থাপন ও বিকাশে সব সহযোগিতা করবে সরকার। এজন্য দেশীয় শিল্পোদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। দেশীয় শিল্প বিকাশে যেখানেই সমস্যা হবে, সেটা আমরা সমাধান করবো। যৌক্তিক ক্ষেত্রে কর রেয়াতের বিষয়টিও আমরা বিবেচনা করবো।’

তিনি বলেন, ‘মাছ ও পোল্ট্রি খাদ্য তৈরির শিল্প দেশে বিকশিত হলে উৎপাদন খরচ আমরা কমাতে পারবো এবং কম মূল্যে মাছ, মাংস, দুধ ও ডিম ভোক্তোদের কাছে পৌঁছাতে পারবো। একই সঙ্গে এসব পণ্য বিদেশে রফতানি করা যাবে। রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা ও ভালো ব্যবস্থাপনা না থাকলে পোল্ট্রি খাতের আজকের যে বৈপ্লবিক পরিবর্তন, সেটি সম্ভব হত না ‘

মন্ত্রী বলেন, ‘জনগণের পুষ্টি চাহিদা মেটাতে পোল্ট্রি এমন একটি খাত, যেখান থেকে আমরা মাংস ও ডিম পাচ্ছি। এ খাত থেকে খাবারের একটা বড় অংশের যোগান আসছে। পুষ্টি ও আমিষের চাহিদা মেটাচ্ছে এ খাত। দেশের উন্নয়নে অন্যতম বড় খাত হবে পোল্ট্রি খাত।’

তিনি বলেন, ‘করোনা সংকটে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সমস্যা মোকাবিলার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে, ভ্রাম্যমাণ বিক্রয়ের ব্যবস্থা করা হয়েছে, যাতে মানুষ আমিষ ও পুষ্টির যোগান পেতে পারে এবং খামারি ও উৎপাদকেরা ক্ষতির সম্মুখীন না হয়। এর নেপথ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উৎসাহ, অনুপ্রেরণা ও নির্দেশনা ছিল। এভাবে রাষ্ট্র এগিয়ে চলেছে।’

অনুষ্ঠানে সংবাদপত্র ক্যাটাগরিতে ৪ জন, টেলিভিশন ও রেডিও ক্যাটাগরিতে ৪ জন, বার্তা সংস্থা/অনলাইন ক্যাটাগরিতে ১ জন ও পোল্ট্রি/কৃষি বিষয়ক ম্যাগাজিন/অনলাইন ক্যাটাগরিতে ১ জন এবং প্রমিজিং পোল্ট্রি রিপোর্টার্স ক্যাটাগরিতে ১০ জন সাংবাদিককে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

এমআইআর/ওআ