ন্যাভিগেশন মেনু

প্রাথমিক সমাপনী পরীক্ষা হচ্ছে না


নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) কারণে এ বছর পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইইসি) পরীক্ষা কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত হবে না। স্ব স্ব স্কুলে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৫ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো প্রস্তাবনায় অনুমোদন দিয়েছেন তিনি।

এর আগে গত সপ্তাহে পরীক্ষা না নেয়ার বিষয়ে একটি প্রস্তাবনা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সম্মতি দিয়ে সেটি আজ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

তার আগে, গত বুধবার (১৯ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন জানিয়েছিলেন, এ বছর পিইসি বা প্রাথমিক সমাপনী পরীক্ষা কেন্দ্রীয়ভাবে নেয়া হবে না, স্কুলে স্কুলে পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে - এমন প্রস্তাবনা প্রধানমন্ত্রীকে পাঠানো হয়েছে। শিক্ষার্থীদের সুরক্ষায় স্বাস্থ্য নিরাপত্তামূলক ৫০টির বেশি নির্দেশনা তৈরি করা হয়েছে। যেখানে শিক্ষক-শিক্ষার্থীদের মাস্ক পরা, হাত পরিষ্কার করা, থার্মোমিটার ব্যবহার বাধ্যতামূলক করাসহ বিদ্যালয়ে পাঠদান পরিচালনায় করণীয় বিষয়ক বিভিন্ন নিদের্শনা আছে। যা সবাইকে সেসব মেনে চলতে হবে।

এমআইআর/এডিবি