ন্যাভিগেশন মেনু

ফারহানা কলির গল্পগ্রন্থ “কিছু মেঘ নদী হোক”


মধ্যবিত্ত জীবনের টানাপোড়েন, প্রেম ভালোবাসা, বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে ঘেরা জীবনের মুহূর্তগুলো মেঘের মতো ভেসে বেড়ায় আমাদের চারিদিকে। সুখ-দুঃখ, প্রেম আর ভালোবাসায় ভরা জীবন কখনও হাসায়; কখনও কাঁদায়। কখনও আবার মুঠোবন্দী হয়ে যায় বিশ্বাস আর অবিশ্বাসের দৌরত্বে। মধ্যবিত্ত মানুষের জীবনে এসব কিছুর হাত থেকে সহজে মুক্তি মেলা দায়।

এই মেঘাচ্ছন্ন জীবন কুল কুল ছন্দে বয়ে চলে বহতা নদীর মতো অবিরাম গতিতে।  আবার কখনও কখনও হয়ে ওঠে যাপিত জীবনে হাস্যরসের খোরাক। জীবনের পরতে পরতে জমে ওঠা মুহূর্তগুলোই উঠে এসেছে গল্পের ছলে। খন্ড খন্ড মেঘের আদলে কখনও বা বহতা নদীর মতো।

কবি  লেখকফারহানা কলি

এটি কবি ও লেখক ফারহানা কলি এর প্রথম গল্পগ্রন্থ। গ্রন্থটিতে মোট গল্প আছে ২১ টি। জীবনঘনিষ্ট সেসব গল্পে পাঠক খুঁজে পাবেন নিজেকে। পাবেন নানামাত্রিক চিন্তার খোঁরাক।

গতবছর অমর একুশে বইমেলায় কবি কাওছার আহমেদ নিলয়-এর সাথে লেখিকার যৌথ কবিতাগ্রন্থ “আমি ভাল নেই তুমি ভাল থেকো”প্রকাশিত হয়েছিল।

বই সম্পর্কিত তথ্য

বইয়ের নাম:  কিছু মেঘ নদী হোক

লেখক:  ফারহানা কলি

ধরণ: ছোটগল্প সংকলন

প্রচ্ছদ: নির্ঝর নৈঃশব্দ্য

প্রকাশক: পেন্সিল পাবলিকেশনস 

মূল্য: ২৬০ টাকা (১২ মার্কিন ডলার)

প্রকাশকাল:  অমর একুশে গ্রন্থমেলা ২০২০

এডিবি/এসএস