ন্যাভিগেশন মেনু

ফিটনেস বান্ধব নতুন স্মার্টওয়াচ আনছে হুয়াওয়ে


বাংলাদেশের মার্কেটে আসছে ‘হুয়াওয়ে ওয়াচ ফিট’ নামে হুয়াওয়ে ব্রান্ডের আরও একটি স্মার্টওয়াচ। আগামী ১২ অক্টোবর থেকে সারাদেশে সকল হুয়াওয়ে অনুমোদিত শপগুলোতে এই পণ্য পাওয়া যাবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে হুয়াওয়ে।

১.৬৪ ইঞ্চি আকৃতির এই স্মার্টওয়াচটি হুয়াওয়ের সর্বপ্রথম স্মার্ট স্পোর্টস ওয়াচ যার ফেসটি গোলাকার আয়তক্ষেত্রাকার করে তৈরি করা হয়েছে। এতে ব্যবহৃত অত্যাধুনিক প্রযুক্তি ঘুমন্ত অবস্থাতেও ব্যবহারকারীগনের রিয়েল টাইম হার্টবিট পযবেক্ষন করে সুস্বাস্থ্য নিশ্চিত করতে সহযোগিতা করবে।

এ বিষয়ে হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ বাংলাদেশ এর জিটিএম ডিরেক্টর জেং বেনয়াং বলেন, ‘হুয়াওয়ে ওয়াচ ফিট’বাজারে নিয়ে আসাটা তারই ধারাবাহিকতা। আমরা আমাদের ভোক্তাদের জন্য উদ্ভাবনী ও মানসম্পন্ন পণ্য তৈরি করা অব্যাহত রাখবো, এবং তাদেরকে সার্বিক স্মার্ট জীবনের অভিজ্ঞতা দেওয়ার চেষ্ঠা অব্যাহত রাখবো।

এই ওয়াচটিতে রয়েছে তিনটি পৃথক মুড, যা অ্যানিমেটেড পারসোনাল ট্রেইনারের মতো ৪৪টি শারীরিক ভঙ্গি সনাক্ত করার মাধ্যমে ১২টি আলাদা ওয়ার্কআউট কোর্স পুরণ করতে সাহায্য করে। এর স্ট্যান্ডআপ রিমাইন্ডার ইউজারদের অ্যাকটিভ রাখার জন্য স্বয়ংক্রিয়ভাবে কাজ করে।

হুয়াওয়ে ওয়াচ ফিট এ ব্যবহার করা হয়েছে এমলেড এইচডি ডিসপ্লে, যার ফলে অ্যানিমেটেড ফিটনেস কোর্স এবং অন্যান্য মৌলিক ফিচারসমূহ সহজেই ব্যবহার করা যায়। ওয়াচটিতে অসংখ্য ভিন্নধর্মী ওয়াচ ফেস ডিজাইন অপশন রয়েছে যা হুয়াওয়ের ওয়াচ ফেস স্টোর থেকে নামিয়ে নেওয়া যাবে।

বাংলাদেশের বাজারে হুয়াওয়ে ওয়াচ ফিট এর খুচরা মূল্য ৯,৯৯৯ টাকা নির্ধারন করা হয়েছে। মূল্য বিবেচনায় এটি মানুষের ফিটনেস ধরে রাখার ক্ষেত্রে এক বিপ্লবের সূচনা করবে, এমনটাই প্রত্যাশা করছে হুয়াওয়ে।

এমআইআর/এডিবি