ন্যাভিগেশন মেনু

ফিলিপাইনে সাংবাদিককে গুলি করে হত্যা


ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে উত্তরপশ্চিমে প্যাঙ্গানিসান প্রদেশে ভার্জিলিও ম্যাগারেন নামের এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানী ম্যানিলা থেকে উত্তরপশ্চিমে প্যাঙ্গানিসান প্রদেশে এ ঘটনা ঘটে। খবর রয়টার্স’র।

ভার্জিলিও ম্যাগারেন (৬২) একটি রেডিওর সাংবাদিক ছিলেন। চার বছর আগে ২০১৬ সালে তার উপর হামলা হয়েছিলো। সে যাত্রায় তিনি প্রাণে বেঁচে যান।

গণমাধ্যমের নিরাপত্তা বিষয়ক সংস্থা ‘দ্য প্রেসিডেন্সিয়াল টাস্ক ফোর্স’ এ হামলাকে কাপুরুষের কাজ বলে অভিহিত করেছে। একই সঙ্গে তারা দায়ীদের গ্রেপ্তারের দাবি জানান।

ফিলিপাইনের দ্য ন্যাশনাল ইউনিয়ন অব দ্য জার্নালিস্টস বিবৃতিতে বলেছে, কর্তৃপক্ষের উচিত দ্রুত এ মৃত্যুর রহস্য উদঘাটন করা। কারণ এটা সাংবাদিকদের জীবনের সঙ্গে জড়িত।

বিচার মন্ত্রী মেনারদো গুয়েভেরা বলেন, এই মৃত্যু এবং ২০১৬ সালের হামলা তার সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত কি-না, তা তদন্ত করা হবে।

পৃথিবীতে সাংবাদিকদের জন্য সব চেয়ে বিপজ্জনক দেশগুলোর মধ্যে অন্যতম ফিলিপাইন। দেশটিতে গত ৩৫ বছরে ১৯০ সাংবাদিক খুন হয়েছে। সম্প্রচার মাধ্যমের সাংবাদিকরা সব চেয়ে ঝুঁকিতে রয়েছে।

ওআ/