ন্যাভিগেশন মেনু

ফেব্রুয়ারিতে মায়ানমার থেকে এলো ১৬ হাজার মেট্রিক টন পিয়াজ


চলতি ফেব্রুয়ারি মাসে ১৩ দফায় প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে নৌপথে ১৬ হাজার ৫৬৩ দশমিক ৩০২ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে বলে জানিয়েছেন, টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা আবসার উদ্দিন।

শনিবার ১৪টি ট্রলারে ৯৯৫ দশমিক ৬৪৭ মেট্রিক টন পিয়াজ বাংলাদেশে এসেছে। পিয়াজ ভর্তি আরো অনেক ট্রলার আসার পথে রয়েছে বলেও জানান তিনি।

আবসার উদ্দিন বলেন, ভারত গত বছরের ২৯ সেপ্টেম্বর থেকে পিয়াজ রফতানি বন্ধ করে দেয়ার পর  ৩০ সেপ্টেম্বর মায়ানমার থেকে প্রথম চালানে ৬৫০ টন পিয়াজ আসে।

এরপর শনিবার বিকাল পর্যন্ত মিয়ানমার থেকে ৯৩ হাজার ৩৬ দশমিক ৮০১টন পিয়াজ আমদানি করা হয়।

স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠানের ইউনাইটেড ল্যান্ড পোহর্ট টেকনাফ লিমিটেডের মহাব্যবস্থাপক জসিম উদ্দিন বলেন, মায়ানমার থেকে বাংলাদেশের ব্যবসায়ীরা চাহিদা অনুযায়ী পিয়াজ আমদানি করছেন। এদিকে এইসব আমদানিকৃত পিয়াজ দ্রুত সময়ে খালাস করা হচ্ছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ৭৬টি পিয়াজ ভর্তি ট্রাক দেশের বিভিন্ন বিভাগীয় শহরের উদ্দেশ্যে স্থলবন্দর ছেড়ে গেছে বলেও জানান জসিম উদ্দিন।

ওয়াই এ / এস এস