ন্যাভিগেশন মেনু

বাংলাদেশ, ভারত থেকে করোনা ছড়ানোর খবরটি ‘ফেক নিউজ’


বাংলাদেশ ও ভারত থেকে করোনাভাইরাস ছড়িয়েছে মর্মে যে খবরটি প্রকাশিত হয়েছিল তা সম্পূর্ন ‘ফেক নিউজ’ বলে ফেসবুক পেইজে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চিনের উপ-রাষ্ট্রদূত হোয়ালং ইয়ান।

ফেসবুক পেইজে এই মন্তব্যর পাশাপাশি ভারতীয় সংবাদমাধ্যম ওয়াইঅনের একটি নিউজ যুক্ত করে দিয়েছেন তিনি।

ভয়েস অব আমেরিকা এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশ ও ভারত থেকে করোনা ছড়িয়েছে খবরটি বাংলাদেশ কিংবা ভারতের সংবাদমাধ্যমেই আসেনি, হংকং এর সাউথ চায়না মর্নিং পোস্টও ফলাও করে প্রচার করেছিলো। ব্রিটিশ সংবাদমাধ্যমেও চিনা গবেষকদের বরাতে এই খবর ছাপা হয়।

তবে বাংলাদেশ ও ভারতের বিজ্ঞানীরা চীনের গবেষকদের এই দাবিকে মনগড়া বলেই উড়িয়ে দেন।

বাংলাদেশ, ভারত ছাড়াও চিনের তরফে আগেও বহুবার বিভিন্ন দেশের নাম করে করোনার উৎসস্থলের তকমা দেয়া হয়েছিল।

এমআইআর/এডিবি