ন্যাভিগেশন মেনু

বগুড়ায় করোনা ও উপসর্গে ৬ জনের মৃত্যু


বগুড়া জেলায় গত ২৪ ঘন্টায় তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২৩ জন। 

করোনায় মৃতদের মধ্যে ৫ জন করোনা পজিটিভ শনাক্ত হয়ে এবং একজন করোনা উপসর্গ নিয়ে মারা যান। করোনায় মৃত ৫ জনের মধ্যে বগুড়ার ৪ জন।

তারা হলেন - শাজাহানপুরের রেহেনা (৬২), শেরপুরের আলেয়া (৭০), দুপচাঁচিয়ার রাজিয়া বেগম (৪৫) এবং সদরের নিলুফা (৭০)। এছাড়া বাকি একজন অন্য জেলার।

এই ৪ জন মারা যাওয়ায় জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৬৬১ জনে পৌঁছালো।

আক্রান্তের হার ৯ দশমিক ৪২ শতাংশ। গতদিনের চেয়ে সংক্রমণ ১ শতাংশ কমেছে। এছাড়া নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৮ জন।

সোমবার (৩০ আগস্ট) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা ডা. সাজ্জাদ-উল-হক এসব তথ্য তুলে ধরেন।

তিনি জানান, রবিবার মোট ২৪৪টি নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ১৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। একই কলেজের জিন এক্সপার্ট মেশিনে একজন ও এন্টিজেন পরীক্ষায় ৪ জন করোনা পজিটিভ ছিলেন। এছাড়া টিএমএসএস হাসপাতালের পিসিআর ল্যাবে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ২৩ জনের মধ্যে সদরে ১৭ জন, শাজাহানপুরে ২ জন, গাবতলীতে ২ জন, বাকি ২ জন শেরপুর ও নন্দীগ্রামের।

ডা. সাজ্জাদ জানান, বগুড়া জেলায় এ পর্যন্ত মোট ২০ হাজার ৯৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ হাজার ১০৮ জন এবং চিকিৎসাধীন রয়েছেন ২০৪ জন।

এএসবি/এসএ/এডিবি/