ন্যাভিগেশন মেনু

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে আসছেন সানিয়া মির্জাসহ একঝাঁক টেনিস তারকা


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ঢাকায় আসছেন টেনিসের একঝাঁক তারকা।

‘বঙ্গবন্ধু প্রিমিয়ার টেনিস লিগ’ নামক প্রতিযোগিতায় অংশ নিতেই স্টেফি গ্রাফ, মারিয়া শারাপোভা ও সানিয়া মির্জারা আসছেন।

আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি)  বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. মাসুদ করিম এবং ফেডারেশনের কোষাধ্যক্ষ সাবেক তারকা ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম এ তথ্য জানিয়েছেন।

‘মুজিববর্ষে’ উপলক্ষে টেনিসের তিনটি কর্মসূচি আয়োজনের পরিকল্পনা নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

সেগুলো হলো- বঙ্গবন্ধু আন্তর্জাতিক টেনিস প্রতিযোগিতা, বঙ্গবন্ধু জাতীয় টেনিস কার্নিভাল এবং বঙ্গবন্ধু গোল্ডকাপ জাতীয় টেনিস প্রতিযোগিতা।

এছাড়াও একটি প্রিমিয়ার লিগ টুর্ণামেন্টও আয়োজন করতে যাচ্ছে ফেডারেশন। ‘বঙ্গবন্ধু প্রিমিয়ার টেনিস লিগ’ নামের এই আয়োজনই হতে যাচ্ছে ‘মুজিবর্ষে’ টেনিসের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট। এটিই হবে দেশে টেনিসের প্রথম কোনও লিগ।

এ বিষয়ে শেখ মোহাম্মদ আসলাম জানান, ‘এ লিগে আমন্ত্রিত দল হিসে অংশ নেবে মোহামেডান, আবাহনী, ব্রাদার্স ইউনিয়ন, ওয়ারি ক্লাব ও আজাদ স্পোর্টিং ক্লাব।

লিগকে আকর্ষণীয় করতেই দেশের জনপ্রিয় ক্লাব দুটিকে আমন্ত্রণ জানানো হয়েছে। তারা খেলবে বলে সম্মতিও দিয়েছে।’

ওআ  / এস এস