ন্যাভিগেশন মেনু

দামুড়হুদায় ভুমিহীনদের গৃহনির্মাণ প্রকল্পের উদ্বোধন


চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় ৩২ ভুমিহীন পরিবারের জন্য গৃহনির্মাণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। 

শনিবার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় খুলনা বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার এই প্রকল্পের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করে এর উদ্বোধন করেন।

পরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো: নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে স্থানীয় ভুমি অফিস মাঠ চত্বরে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে গৃহহীনদের গৃহ নির্মাণ কাজের উদ্ধোধন করা মানে একটি ইবাদত করার সামিল।'

তিনি বলেন, 'খুলনা বিভাগের ১০ জেলার ৫৯টি উপজেলার মধ্যে দামুড়হুদায় ৩২টি গৃহহীনদের গৃহ নির্মাণের কাজ শুরু করা হলো।, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পর্যায়ক্রমে সারাদেশে গৃহহারা মানুষের ঘর তৈরির কাজ চলমান থাকবে।'

এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান, উপজেলা চেয়ারম্যান আলী মনসুর বাবু। অনুষ্ঠানটি পরিচালনা করেন দামুড়হুদা সহকারী ভুমি কর্মকর্তা মহিউদ্দিন আহমদ।

এরপর বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার দর্শনা কেরু চিনিকল, আর্ন্ত্জাতিক চেকপোস্টে, কার্পাসডাঙ্গা কবি নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত স্থান আটচালা ঘর পরিদর্শন শেষে মুজিবনগরের উদ্দেশ্য দামুড়হুদা ত্যাগ করেন।

এনআই/এডিবি