ন্যাভিগেশন মেনু

বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী ১০ কোটিঃ পলক


"এখন বাংলাদেশে ১০ কোটি ইন্টারনেট ব্যবহারকারী, বাংলাদেশের ৯৫ শতাংশ ঘরে বিদ্যুৎ, বাংলাদেশের ইউনিয়ন পর্যায় পর্যন্ত হাইস্পিড ব্রডব্যান্ড ফাইবার অপটিক কেবল পৌঁছিয়ে দিয়েছে জননেত্রী শেখ হাসিনার সরকার।" বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় 'ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯' উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এসময় প্রতিমন্ত্রী   ইন্টারনেটে তথ্য শেয়ারের ক্ষেত্রে অপপ্রচার ও বিভ্রান্তমূলক তথ্যের বিষয়ে সতর্কতা ও সচেতনতা বাড়ানোর পরামর্শ দেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী।  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে তৃতীয়বারের মতো রাজধানীসহ সারাদেশে পালিত হচ্ছে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯।

এমআইআর / এস এস