ন্যাভিগেশন মেনু

বাংলাদেশের করোনার ভ্যাকসিন বাজারে আসবে ডিসেম্বরে


ইতিমধ্যে ভারত, রাশিয়া করোনা প্রতিষেধক ভ্যাকসিন তৈরিতে সাফল্য লাভ করেছে। বাজারেও আসতে যাচ্ছে সহসা। 

এদিকে বাংলাদেশি ভ্যাকসিন কবে নাগাদ বাজারে আসতে পারে তার একটি সম্ভাব্য সময় জানিয়েছেন গ্লোব বায়োটেক লিমিটেডের রিসার্স অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের প্রধান ডা. আসিফ মাহমুদ।  

দেশীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপ অব কোম্পানিজ লিমিটেডের এই সহযোগী প্রতিষ্ঠানের তৈরি  ভ্যাকসিন  প্রসঙ্গে বুধবার (১২ আগস্ট) দেশের একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বর মাস নাগাদ ভ্যাকসিন বাজারজাত করতে পারব বলে আশা করছি। 

আমরা এখনও অ্যানিমেল ট্রায়ালে রয়েছি, সেটা এখনও শেষ হয়নি। অ্যানিমেল ট্রায়াল শেষ করে সেপ্টেম্বরের মধ্যে হিউম্যান ট্রায়ালের (মানুষের মধ্যে প্রয়োগ) জন্য আবেদন করব। হিউম্যান ট্রায়ালের তিন ধাপ শেষ করে ডিসেম্বর নাগাদ বাজারে আসবে ভ্যাকসিন',- বলেন ডা. আসিফ মাহমুদ। 

ভ্যাকসিন নিয়ে গ্লোবের সক্ষমতা প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বে এখন অনেকেই ভ্যাকসিনের জন্য চেষ্টা করছে। রাশিয়া ইতিমধ্যে ঘোষণা দিয়েছে। আরও বেশ কিছু ঘোষণা শিগগিরই আসবে। বাংলাদেশে ভ্যাকসিন নিয়ে কেউ কাজ করছে এমনটা আমার জানা নেই। তাই দেশে কেউ যদি পারে তাহলে আমরাই পারব। 

কারণ, কাজটা তো শুরু করেছি আমরা। গ্লোব এতদূর এসেছে থেমে যাওয়ার জন্য নয়। অবশ্যই এর শেষ দেখতে চাই আমরা। 

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা ও শনাক্তের সংখ্যা কমেছে। আগের দিনের চেয়ে মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬১৭ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৪৪ জন।

এ নিয়ে দেশে ২ লাখ ৬৯ হাজার ১১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ৩ হাজার ৫৫৭ জন। ২৪ ঘণ্টায় মৃত ব্যক্তিদের মধ্যে পুরুষ ৩১ জন ও নারী ১৩ জন। 

বৃহস্পতিবার করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় গতকাল বুধবার ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৯৫ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হওয়ার তথ্য জানানো হয়। 

গতকাল বুধবার মারা যান ৪২ জন।ব্রিফিংয়ের তথ্যমতে, দেশে ৮৭টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ১৬২টি নমুনা। আগের দিন ১৪ হাজার ৭৫১টি নমুনা পরীক্ষা করা হয়। 

এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৩ লাখ ১৫ হাজার ৯০১টি নমুনা।৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।   

এস এস