ন্যাভিগেশন মেনু

বাংলাদেশ থেকে ১২ হাজার কর্মী নেবে জর্ডান: পররাষ্ট্রমন্ত্রী


তৈরি পোশাক কারখানার জন্য মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানের একটি কোম্পানি বাংলাদেশ থেকে ১২ হাজার দক্ষ কর্মী নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

মঙ্গলবার (১৫  ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী জানান, ‘আমি আপনাদের একটি সুখবর দিতে চাই। জর্ডানের তৈরি পোশাক কারখানার জন্য বাংলাদেশ থেকে ১২ হাজার দক্ষ শ্রমিক নিবে দেশটির একটি কোম্পানি।’

নতুন নিয়োগ প্রক্রিয়া সরকারি মাধ্যমে হবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই নিয়োগ প্রক্রিয়া শুধু বোয়েসেলের মাধ্যমে সম্পন্ন হবে। কিছুদিনের মধ্যে নিয়োগকর্তা এবং তার দল বাংলাদেশ সফরে আসবেন।’

প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানে ৭০ হাজারের মতো বাংলাদেশি শ্রমিক রয়েছে, যার ৪৫ হাজারই পোশাক কারখানায় কাজ করেন বলে জানিয়েছে জর্ডানে অবস্থিত বাংলাদেশী দূতাবাস।

এমআইআর/ওআ