ন্যাভিগেশন মেনু

আগামী ৩ দিন তাপমাত্রা আরও কমবে


আগামী তিন দিন রাতের তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (৭ ডিসেম্বর) আবহাওয়ার নিয়মিত বুলেটিনে আবহাওয়া অধিদপ্তর জানায়, ডিসেম্বরেই ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারিদিক। আগামী তিন দিন রাতের তাপমাত্রা আরও কমবে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।

ওয়াই এ/এডিবি