ন্যাভিগেশন মেনু

বাংলাদেশ থেকে ভারত গেলো প্রথম পণ্যবোঝাই নৌযান


স্থলপথে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি হলেও এই প্রথম নদীপথে পণ্য রপ্তানি শুরু করলো বাংলাদেশ।

কুমিল্লার গোমতী নদী দিয়ে প্রথমবারের মতো নৌপথে ভারতের ত্রিপুরায় সিমেন্ট রপ্তানির মধ্যদিয়ে নৌপথে পণ্য আমদানি রপ্তানি শুরু হলো।

শনিবার (৫ সেপ্টেম্বর) পরীক্ষামূলকভাবে গোমতী নদীপথে বাংলাদেশ থেকে সোনামুড়া গেলো ১০ মেট্রিকটন সিমেন্ট। এইপথে কুমিল্লার দাউদকান্দি থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহিজলা জেলার সোনামুড়া পর্যন্ত পণ্য আমদানি-রপ্তানি হবে।

গোমতী নদীর বিবির বাজার অংশে বিআইডাব্লিউটিএ এর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক সিমেন্ট বোঝাই ট্রলারটিকে বেলুন উড়িয়ে উদ্বোধন করে বিদায় জানান। এ সময় কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরসহ কাস্টমস এক্সসাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেট ও ইমিগ্রেশন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাস সাংবাদিকদের জানান, বাংলাদেশ-ভারতের জন্য আজ একটি ঐতিহাসিক দিন। সাধারণত দু'দেশে মধ্যে ট্রাকে পণ্য আমদানি রপ্তানি করা হয়। নৌপথ চালু হলে তা হবে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব। করোনা মহামারিতেও দু’দেশের মধ্যে বানিজ্যিক সংযোগ অব্যাহত আছে।

এডিবি/