ন্যাভিগেশন মেনু

বাইডেনের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বৈঠক


ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জো বাইডেন।

শুক্রবার (২৭ আগস্ট) হোয়াইট হাউজে আফগান সঙ্কটের কারণে একদিন বিলম্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ভয়েস অব আমেরিকা জানায়, বৈঠকে ফিলিস্তিনিদের দুঃখ-দুর্দশা থেকে শুরু করে ইরানের পরমাণু আহরণের অভিলাষের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

বৈঠকের পর বাইডেন বলেন, 'আমরা কুটনীতিকে অগ্রাধিকার দিচ্ছি এবং দেখছি তা কোথায় আমাদের নিতে পারে। তবে কুটনীতি ব্যর্থ হলে আমরা অন্য বিকল্পের দিকে যেতে প্রস্তুত আছি।'

প্রেসিডেন্ট বিস্তারিত কিছুর ব্যাখ্যা দেননি এবং ওভাল অফিসে বেনেট ও তার মন্তব্যের পর সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তর দেননি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, 'আমাদের পরিস্কার কথা যে, ইরান কখনো পরমাণু বোমা তৈরি করতে সক্ষম হবে না, আমরা কূটনৈতিক পন্থা অবলম্বন করবো এবং তা নাহলে অন্য পন্থা গ্রহণ করবো, মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যে খুশি হয়েছি।'

তিনি বলেন, প্রথম লক্ষ্য হবে ইরানের আঞ্চলিক আগ্রাসনে বাধা দেওয়া এবং পরে ইরানের প্রভাবকে দমানো। দ্বিতীয়ত, ইরান যেন পরমাণু অস্ত্রের ব্যবহার শুরু করতে না পারে, তা থেকে ইরানকে চিরস্থায়ীভাবে দূরে সরিয়ে রাখা।

এডিবি/