ন্যাভিগেশন মেনু

বাইডেন মন্ত্রীসভার সদস্যদের নাম ঘোষণা করবেন মঙ্গলবার


যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাওয়া জো বাইডেন মঙ্গলবার (২৪ নভেম্বর) মন্ত্রীসভার সদস্যদের নাম ঘোষণা করবেন।

স্থানীয় সময় রবিবার (২২ নভেম্বর) বাইডেনের চিফ অব স্টাফ রন ক্লেইন এ কথা জানান।

এবিসি’র দিস উইক অনুষ্ঠানে তিনি বলেন, মঙ্গলবার নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন প্রথম মন্ত্রী পরিষদের সদস্যের নাম ঘোষণা করবেন।

সংবাদসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী এবং বর্ষীয়ান কূটনৈতিক অ্যান্টনি ব্লিঙ্ককে দেওয়া হতে পারে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব। ব্লুমবার্গের প্রতিবেদনেও একই ইঙ্গিত দেওয়া হয়েছে।

বাইডেন গত সপ্তাহে জানান, ইতিমধ্যে ট্রেজারার সেক্রেটারি ঠিক করে ফেলেছেন। এই দায়িত্ব পেতে পারেন জেনেট ইয়েলেন।

এদিকে নির্বাচনে পরাজয়ের কথা এখনও স্বীকার করে নেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

কিন্তু বাইডেন বসে থাকছেন না। আগামী বছর ২০ জানুয়ারি তিনি ক্ষমতা গ্রহণ করবেন। সে লক্ষ্যে তিনি সবকিছু গুছিয়ে নিতে শুরু করেছেন।

নির্বাচনে রাজ্য পর্যায়ের ফল সরকারিভাবে এখনও ঘোষণা করা হয়নি, বেশ কয়েকটি জায়গায় ভোট গণনা চলছে। রাজ্যগুলোর ফল নির্ধারিত হওয়ার পর ১৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল কলেজের বৈঠকে নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষিত হবে।

এদিকে ট্রাম্প রবিবার ফের ট্যুইটে নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ তুলেছেন। কিন্তু এর পক্ষে তিনি এবং তার আইনজীবীরা কোন প্রমাণ দেখাতে পারেননি। ফলে তাদের করা মামলা একের পর এক খারিজ হয়ে যাচ্ছে। সর্বশেষ গতকাল পেনসিলভেনিয়ায় বিচারক ট্রাম্পের করা জালিয়াতির অভিযোগ খারিজ করে দিয়েছে।

বাইডেন ইলেক্টোরাল ভোট পেয়েছেন ৩০৬টি এবং ট্রাম্প পেয়েছেন ২৩২টি। পপুলার ভোটেও বাইডেন ট্রাম্পের চেয়ে অনেক বেশি ভোটে এগিয়ে রয়েছেন।

এস এ /এডিবি