ন্যাভিগেশন মেনু

এক বাছুরের দুই মাথা


এবার এক বিরল ঘটনার সাক্ষী হলো ঠাকুরগাঁওয়ের একটি গ্রামের মানুষ। শুক্রবার (৩ এপ্রিল) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলা ১৯নং বেগুনবাড়ি ইউনিয়নের  ভোবলা (কালুয়া মোড়) গ্রামে সহিদুল ইসলামের বাড়িতে জন্ম নিয়েছে একটি দুইমাথা ওয়ালা বাছুর।

এ ঘটনা জানাজানি হওয়ার পর থেকে বাছুরটিকে দেখতে সকাল থেকে শত শত উৎসুক মানুষ ভীড় করছে সহিদুলের বাড়িতে। বাছুরটির দুটি  মুখ, দুটো কান এবং চারটি পা। 

এ বিষয়ে গাভীর মালিক সহিদুল ইসলাম আজকের বাংলাদেশ পোষ্টকে বলেন, আমি দীর্ঘদিন বাড়িতে গরু পালন করে আসছি। কিন্তু এই ধরণের ঘটনা এই প্রথম। গাভীটি এর আগে আরও দুটি বাচ্চা প্রসব করেছে। যা ভালোভাবেই বেড়ে উঠেছে।

তিনি বলেন, আজ গাভীটি বাচ্চা প্রসব করতে গেলে প্রথমে বাছুরটির দুটি পা বাইরে বেরিয়ে আসে। বাছুরটির দুটি মাথা দুটি কান দুটি মুখ ও  চার টি পা রয়েছে।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান বনি আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই মুখ সম্বলিত বাছরটির জন্ম হওয়ায় ওই বাড়িতে এখন উৎসুক মানুষের ভীড় জমে উঠেছে। তবে সবাইকে সামাজিক দুরত্ব বজায় রেখে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এমআইআর/এডিবি

একই ধরণের সংবাদ পেতে এখানে ক্লিক করুন