ন্যাভিগেশন মেনু

বাজার পরিস্থিতি নিয়ে এফবিসিসিআই’র বৈঠক


নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, মজুত পরিস্থিতি ও বাজারজাত নিয়ে বৈঠকে বসেছে  ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই)।

আজ  রবিবার (২৪ নভেম্বর) বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের উপস্থিতিতে এফবিসিসিআই’র ভবনে এই বৈঠক চলছে।

এছাড়া এই বৈঠকে শিল্প ও কৃষি মন্ত্রণালয়ের সচিব, ভোগ্য পণ্য আমদানিকারক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ ও এফবিসিসিআই’র শীর্ষ নেতারা উপস্থিত আছেন।

শনিবার এফবিসিসিআইয়ের জনসংযোগ কর্মকর্তা মোহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বৈঠক সম্পর্কে তথ্য দেওয়া হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, নিত্যপ্রয়োজনীয় পণ্য চাল, ডাল, গম, ভোজ্যতেল, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, মরিচ, গরম মসলা, চিনি, লবণ, মাছ, মাংস ও পোল্ট্রির বছরব্যাপী চাহিদা, দেশে পণ্যের উৎপাদন, আমদানি, মজুদ-ব্যবস্থা, সরবরাহ ব্যবস্থাপনা ও যৌক্তিক মূল্য নির্ধারণের প্রয়োজনীয় দিকনির্দেশনা নিয়ে বৈঠকে আলোচনা হবে।

উল্লেখ্য, পরিবহন ধর্মঘটের অজুহাতে পর্যাপ্ত মজুত থাকার পরেও সপ্তাহ খানেক ধরে চালের মূল্য কেজি প্রতি কিছুটা বাড়তির দিকে। গুজবে লবনের দাম বেড়েছে এবং ভারত পেঁয়াজ আমদানি বন্ধের পর পেঁয়াজের বাড়তি দাম। সব মিলিয়ে নিত্যপ্রয়োজনীয় এই তিনটি পণ্যসহ অন্যান্য পণ্যের মজুত সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে।

ওয়াই এ/ ওআ

আজকের বাংলাদেশ পোস্টের অন্যান্য খবর

  1. রাজশাহীতে ৪৫ টাকায় টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু
  2. রাজধানীতে বেড়েছে চালের দাম