ন্যাভিগেশন মেনু

বান্দরবানের বনাঞ্চলে হেলিকপ্টারে বীজ ছিটালো সেনাবাহিনী


মুজিববর্ষ উপলক্ষে মায়ানমার সীমান্তবর্তী আলীকদম উপজেলা মাতামুহুরী ও সাঙ্গু সংরক্ষিত বনাঞ্চলে লামা বন বিভাগের উদ্যেগে বিমানবাহিনীর হেলিকপ্টারের সাহায্যে সিডবলের মাধ্যমে বীজ ছিটিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার (৩১ আগস্ট) সৃজিত এ এন আই বাগান ও আলীকদম পোয়ামুহুরী সড়কে শোভাবর্ধনকারী গাছের চারা রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ আব্দুল আউয়াল সরকার।

উল্লেখ্য, ১৮৮০ সালে সাঙ্গু ও মাতামুহুরী বনাঞ্চলকে সরকার কর্তৃক সংরক্ষিত বনাঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। প্রায় ৭৪ হাজার হেক্টর আয়তনের এই বনাঞ্চলকে সরকার ঘোষিত সর্বপ্রথম সংরক্ষিত বনাঞ্চল। দেশের একমাত্র কুমারী বা ভার্জিন বনাঞ্চল হিসেবেও পরিচিত। বনাঞ্চলের যে সমস্ত এলাকায় গাছ-গাছালী কম সে সমস্ত এলাকায় হেলিকপ্টার থেকে গাছের বীজ ছিটানো হয়।

এদিকে বনদস্যু, অবৈধ কাঠব্যবসায়ীদের কারণে সংরক্ষিত বন উজার হওয়ার আশংকাও আছে। বড় বড় শতবর্ষী মাদার গাছসহ বিপুল পরিমান বনজ গাছ ইতোমধ্যে সাবার করে দিয়েছে দুর্বৃত্তরা। এদের সঙ্গে বন বিভাগের কিছু অসাধু দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারি জড়িত বলে অভিযোগ রয়েছে।

এসসি/এসএ/এডিবি/