ন্যাভিগেশন মেনু

বান্দরবানে করোনায় ২ জনের মৃত্যু


বান্দরবান সদর হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় এক নারী ও এক পুরুষের মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ জুলাই) ভোরে তারা মারা যান। জেলায় এ পর্যন্ত করোনায় সাতজনের মৃত্যু হয়েছে।

এছাড়া, গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ৩১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে জেলা সদরে ২২ জন, রোয়াংছড়ি উপজেলায় ৪ জন, রুমায় ২ জন, আলীকদমে ২ জন ও নাইক্ষ্যংছড়িতে একজন।

জেলা সদর হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. সমীরণ নন্দী জানিয়েছেন, করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় একজন পুরুষ ও একজন মহিলা মারা গেছেন। 

জেলা সিভিল সার্জন ডা. অং সুই প্রু জানান, জেলায় এ পর্যন্ত ৯ হাজার ৪৫২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তারমধ্যে ৮ হাজার ৬১০ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এদের মধ্যে ১ হাজার ৬৬৯ জন করোনা পজিটিভ। এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১ হাজার ২৭৪ জন।

সিভিল সার্জন জানান, করোনাভাইরাস দিনে দিনে তার লক্ষণ পাল্টাচ্ছে। এতো কড়াকড়ির পরও মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হয়নি। এলাকার লোকজনের মধ্যে লকডাউন মানার প্রবনতা কম, মাস্ক ব্যবহারও কম। তিনি সবাইকে নিয়মিত পরিষ্কার মাস্ক পরে করে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।

এসসি/এডিবি/