ন্যাভিগেশন মেনু

বান্দরবানে সাইঙ্গ্যা ঝিড়ি থেকে দুই সন্তানের লাশ উদ্ধার, মা নিখোঁজ


বান্দরবানের সাংগ্রাই ঝিরি পানির তোড়ে ভেসে নিখোঁজ দুই সন্তানের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো নিখোঁজ রয়েছেমা। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে ঝিরির মাথা থেকে মেয়ে বাজেরুঙ ত্রিপুরা এবং ছেলে প্রদীপ ত্রিপুরার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ২ ছেলে-মেয়েসহ মা ঝিড়ির পানিতে ভেসে নিখোঁজ হয় । ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর ইউপি সদস্য জগদীশ ত্রিপুরা।

তারা হলেন- ছাংগাই ত্রিপুরা পাড়ার মৃত দিয়াম্ব ত্রিপুরার স্ত্রী কৃষ্ণতী ত্রিপুরা (৪৫), তাদের মেয়ে বাজেরুঙ ত্রিপুরা (১৩) এবং ছেলে প্রদীপ ত্রিপুরা (৮)।

স্থানীয়রা জানান, বান্দরবান সদর উপজেলার সদর ইউনিয়নের ছাংগাই ত্রিপুরা পাড়ায় পাহাড়ের জুম খামার থেকে ফেরার পথে রাঙাঝিড়ি পাহাড়ি ছড়ায় গোসল করতে নামে একই পরিবারের চারজন। এসময় হঠাৎ ভারী বৃষ্টিপাত শুরু হলে তাড়াহুড়া করে রাঙাঝিড়ি থেকে ওঠার সময় পা পিছলে ঝিড়ির পানির স্রোতে ভেসে যান মা এবং দুই শিশু। তবে এসময় তাদের সঙ্গে থাকা কৃষ্ণতী ত্রিপুরার ছোট বোন রাংখাতি ত্রিপুরা আহত অবস্থায় বাড়ি ফিরতে পেরেছেন।

খবর পেয়ে স্থানীয়রা রাঙাঝিড়িসহ আশপাশের পাহাড়ের ছড়ামুখগুলোতে নিখোঁজদের উদ্ধারের চেষ্টা করছেন।

বান্দরবানের মিলনছড়ি পুলিশ ফাঁড়ির ইনর্চাজ আব্দুল কাদের জিলানী বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারের চেষ্টা করেছি। কিন্তু ঘটনাস্থল দুর্গম হওয়ায় উদ্ধার কাজ চালাতে বেগ পেতে হচ্ছে। 

সিবি/ওআ