ন্যাভিগেশন মেনু

বান্দরবান বাজার এখন সিসি ক্যামেরার আওতায়


পার্বত্য জেলা বান্দরবান বাজারের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ৭২টি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসানো হয়েছে। ৩৫ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।

শনিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় বাজার মসজিদের সামনে এই প্রকল্পের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

এ সময় বান্দরবান বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের উদ্যোগে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন মাস্টারের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার জেরিন আক্তার, জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোঃ ইয়াসির আরাফাত, ব্যবসায়ী কল্যাণ পরিষদের সহ-সভাপতি বিমল কান্তি দাশ, ৪নং ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুকসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও জেলার বিশিষ্টজনেরা।

এসসি/এসএ/এডিবি/