ন্যাভিগেশন মেনু

বাবরি মসজিদ মামলার রায় আজ


ভারতের ১৫ শতকের ঐতিহ্যবাহী বাবরি মসজিদ ১৯৯২ সালের ডিসেম্বরে ভেঙ্গে দেওয়ার ২৮ বছর পর মামলার রায় হচ্ছে বুধবার।

বুধবার (৩০ সেপ্টম্বর) আলোচিত এ মামলার রায় ঘোষণা করবেন লখ্‌নৌয়ের বিশেষ সিবিআই আদালত।

অভিযুক্তদের রায় দেওয়ার সময়  আদালতে হাজির থাকার নির্দেশ আগেই দিয়েছিলেন আদালত। তবে বয়সের কারণে আদভানি, যোশী ভিডিও কলিংয়ে উপস্থিত থাকবেন। বাকিদের হাজির থাকতে হবে আদালতে।

ঘটনার প্রায় তিন দশক বাদে এ দিনের রায়েই ভাগ্য নির্ধারিত হবে অনেকেরেই। তবে এ মামলায় অভিযুক্ত করা হয়েছিলো ৫০ জন নেতার বিরুদ্ধে। কিন্তু তাদের অনেকেই এখন বেঁচে নেই।

এ দিকে এ মামলায় অভিযুক্ত ৩২ জনের মধ্যে উল্লেখযোগ্য সাবেক উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদভানি ও উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী কল্যাণ সিং, বিজেপি নেত্রী উমা ভারতী, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মুরলিমনোহর যোশী, বিনয় কাটিহার, সাক্ষী মহারাজ প্রমুখ। 

এস এ /এডিবি