ন্যাভিগেশন মেনু

বাসে আগুন: একজনের স্বীকারোক্তি, ২ জন রিমান্ডে


রাজধানীর নয়াপল্টনে গত ১২ নভেম্বর বাসে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার কাজী রেজাউল হক বাবু (২৮) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া অন্য দুই আসামি মো. লিয়ন হক (৩০) ও মো. আজাদের (২৮) তিনদিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

শনিবার (২১ নভেম্বর) তাদের আদালতে হাজির করে কাজী রেজাউল হক বাবুর স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করেন।

এ সময় অপর দুই আসামির ১০ দিন করে রিমান্ড আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে একই আদালত তাদের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

শনিবার ভোরে পল্টন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল বিভাগ।

গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় ১৬টি মামলা দায়ের করা হয়। পল্টন ও মতিঝিল থানায় দায়ের করা চারটি মামলা তদন্ত করছে ডিবি মতিঝিল বিভাগ।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া তথ্য ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদকর্মীদের ধারণ করা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ডিবি মতিঝিল বিভাগ অগ্নিসংযোগকারীদের সনাক্ত করে গ্রেপ্তার করছে।

সিবি/এডিবি