ন্যাভিগেশন মেনু

পদ্মাসেতুর স্প্যান বসানো সম্পন্ন, দীর্ঘদিনের স্বপ্ন এখন বাস্তবতা


সকল বাধা-বিপত্তি ও প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে অবশেষে সম্পন্ন হলো প্রধানমন্ত্রীর স্বপ্নের পদ্মাসেতুর স্পেন বসানোর কাজ। এর মধ্যদিয়ে সংযোগ ঘটলো পদ্মাসেতুর দুই পাড়ের। এটি যেনো বিজয়ের মাসে আরেক বিজয়।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বেলা ১১টা ৫৫মিনিটে স্বপ্নের সেতুর ৪১তম ও শেষ স্প্যানটি বসানো সম্পন্ন হয়েছে। এখন ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যের মূল পদ্মাসেতুর দৃশ্যমান হলো। এখন বাকী শুধু রেল অংশের কাজ।

পদ্মাসেতুর মাওয়া প্রান্তে ১২ ও ১৩ নম্বর পিলারে স্বপ্নের সেতুর ৪১তম ও শেষ স্প্যানটি বসানো সম্পন্ন হয়েছে। সকাল ৯টা থেকে শুরু হয় ৪১তম স্প্যান বসানো কাজ।

এর আগে বুধবার (৯ ডিসেম্বর) বিকেলে মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ৪১তম স্প্যানটিকে ভাসমান ক্রেনে ‘তিয়ান-ই’ তুলে নির্ধারিত পিলারের কাছে নিয়ে আসে পদ্মাসেতু নির্মাণ প্রকল্পের মূল সেতুর কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ অব লিমিটেড।

প্রকল্প এলাকায় স্প্যান তোলার প্রস্তুতির সময় দেখা যায়, ৪১তম স্প্যানটিতে চিন ও বাংলাদেশের পতাকা লাগানো হয়েছে। একই সাথে চিনা এবং বাংলা ভাষায় স্প্যানের ওপরে লাল ব্যানারের লেখা হয়েছে ‘বহু বছরের প্রচেষ্টায় দেশি ও বিদেশি শ্রমশক্তির মাধ্যমে স্বপ্নের পদ্মাসেতু বাস্তবায়নের পথে। সেতুর ৪১টি ইস্পাতের তৈরি স্প্যান বাংলার উত্তর এবং দক্ষিণ অঞ্চলকে সংযুক্তির মাধ্যমে চিন এবং বাংলাদেশের বন্ধনকে অটুট রাখবে।’

২০১৪ সালের ডিসেম্বর মাসে শুরু হয়েছিলো পদ্মাসেতুর নির্মাণ কাজ। আর সেই সেতুটিই ২০২০ সালের ডিসেম্বরে এসে পূর্ণতা পেলো। সেতুর প্রথম স্প্যান বসানো হয়েছিল ২০১৭ সালে। আর ৪১টি স্প্যান বসাতে মোট সময় লেগেছে তিন বছর তিন মাস।

খরস্রোতা এই পদ্মা নদীতে খুঁটি বা পিলারের শক্তিমত্তাও গড়ে তোলা হয়েছে সেভাবেই। প্রতিটি পাইলের লোড ৮ হাজার ২০০ টন, আর প্রতিটি পিলার লোড ৫০ হাজার টন। পৃথিবীর অন্য কোনো সেতুর খুঁটিতে এতো লোড দেওয়া হয়নি।

পদ্মাসেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করে জানান, সেতুর মাওয়া প্রান্তে ১২ ও ১৩ নম্বর খুঁটির উপর স্প্যানটি বসানো হয়েছে। এ স্প্যান বসানোর মধ্যদিয়ে চলতি মাসে শেষ হলো পদ্মাসেতুর কাজ।

মহান বিজয়ের মাসেই সবগুলো স্প্যান বসানোর কাজ শেষ হয়েছে। এ বহুমুখী সেতু আগামী ২০২১ সালে খুলে দেওয়া হবে।

> ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ বিশ্বকে দেখিয়ে দিয়েছে আমরাও পারি’

পদ্মাসেতু চালু হবে ২০২২ সালের জুনে: মন্ত্রিপরিষদ সচিব

ভয়াবহ ধাক্কা-দুর্যোগ সামলাতে সক্ষম পদ্মাসেতু

পদ্মাসেতুর ফলে সড়ক নেটওয়ার্কের আওতায় ২১ জেলা

ওয়াই এ/এডিবি/