ন্যাভিগেশন মেনু

বিবিজির শতকোটি টাকার মানহানি মামলার চার্জ গঠন ১৫ মার্চ


বেসরকারি উন্নয়ন সংস্থা ব্লাস্টের এক নারী কর্মীর বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর করা শতকোটি টাকার মানহানি মামলার চার্জ গঠনের তারিখ আগামী ১৫ মার্চ ধার্য করেছে আদালত।

বৃহস্পতিবার (১১ মার্চ) সাড়ে ১২টার দিকে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালত এই আদেশ দেন।

শুনানীতে অংশ নেন বাদি ও আসামী পক্ষের আইনজীবীরা। আদালত কক্ষ থেকে বের হয়ে সাংবাদিকদের তথ্য নিশ্চিত করেন উভয় পক্ষের আইনজীবিরা।

বিজিবির প্রধান আইনজীবী সাজ্জাদুল করিম জানিয়েছেন, আজ এই মামলার চার্জ গঠনের দিন ধার্য ছিলো। চার্জ গঠনের তারিখ পিছিয়ে আগামী ১৫ মার্চ পরবর্তী দিন ধার্য করা হয়েছে।

আসামী এনজিও ব্লাস্টের সেই কর্মীর পক্ষের প্রধান আইনজীবি আবদু শুক্কুর জানান, আসামীর জামিন বহাল রাখার আবেদনের প্রেক্ষিতে  জামিন বহাল রেখেছে আদালত। একই সাথে মামলা থেকে তাকে অব্যাহতির আবেদন করা হয়েছে।  চার্জ গঠনের তারিখ পিছিয়ে আগামী ১৫ মার্চ পরবর্তী দিন ধার্য করা হলেও মামলা থেকে অব্যাহত পাব বলে আশা করা হচ্ছে।

গত বছরের ৮ অক্টোবর টেকনাফ থেকে বিজিবি ২ ব্যাটালিয়নের দমদমিয়া চেকপোস্টে ব্লাস্টের এক নারীকর্মীকে তল্লাশি করা হয়। পরে ওই নারী বিজিবি সদস্যদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। এ নিয়ে দেশজুড়ে হইচই পড়ে যায়। কিন্তু স্বাস্থ্য পরীক্ষায় ধর্ষণের আলামত পাননি বলে প্রতিবেদন দেন চিকিৎসকরা।

এর প্রেক্ষিতে গত ১০ নভেম্বর কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে ওই নারীর বিরুদ্ধে শতকোটি টাকার মানহানির মামলা করে বিজিবি। এরপর ২২ নভেম্বর তদন্ত প্রতিবেদন দেয় টেকনাফ থানা পুলিশ।

এসএএম/ ওয়াই এ/ওআ