ন্যাভিগেশন মেনু

বিলাওয়ালের আশাবাদ গিলগিট-বালটিস্তান ইমরানের বিরুদ্ধে ভোট দেবে


পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করেছেন যে, গিলগিট-বালটিস্তানের নাগরিকরা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে স্বত:স্ফূর্তভাবে ভোট দেবে।

বিলাওয়াল বলেছেন, তারা বুঝেছে, পিপিপি গিলগিট-বালটিস্তানের জনগণকে তাদের নিজস্ব প্রদেশের স্বাধীকার, শাসন ও সম্পত্তির অধিকার নিশ্চিত করবে এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচনের অধিকারও তাদের থাকবে।

শনিবার গিজার জেলার গহকোচ এলাকায় এক সভায় প্রধান অতিথির বক্তব্যে বিলাওয়াল ভুট্টো জারদারি এ বক্তব্য দেন। পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি জোর দিয়ে বলেন যে, ১৫ নভেম্বর নির্বাচনের ক্ষেত্রে গিলগিট-বালটিস্তানের জনগণ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সরকারের প্রার্থীদের পক্ষে কোন ভোট দেবে না।

জারদারি বলেন  পিপিপি গিলগিট-বালটিস্তানের জনগণকে তাদের নিজস্ব প্রদেশ, শাসন ও সম্পত্তির অধিকার এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচনের অধিকার প্রদান করবে কারণ দলটি পাকিস্তানের ২০১৮ সালের সাধারণ নির্বাচনের জন্য তার দল নির্বাচনী ইশতেহারে এই দাবিগুলি অন্তর্ভুক্ত করেছে। 

তিনি ইমরান খান সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন, এই সরকার পাকিস্তানের ধ্বংসের কারণ। তার মন্ত্রিসভা গিলগিট-বালটিস্তানের জন্য পৃথক প্রদেশের দাবি প্রত্যাখ্যান করেছে এবং তা পক্ষে নিতে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দিয়েছে।

পাকিস্তানের প্রতিটি অংশের মানুষ ইমরান খান ও তার সরকারের নীতিমালার বিরুদ্ধে প্রতিবাদ করছে যেহেতু তাঁর সরকার কেবল পাকিস্তানে দারিদ্র্য, ক্ষুধা, মূল্যবৃদ্ধি এবং বেকারত্ব উপহার দিয়েছে।

 অথচ এরআগে পিপিপি সরকার সর্বদা দরিদ্রদের জন্য ভর্তুকি দিত আর আজ ইমরান খান কেবল ধনী ব্যক্তিদের স্বার্থ রক্ষা করে চলেছে। এখন ইমরান খান তার বন্ধুদের কাছে জিবি'র পর্যটন খাত হস্তান্তর করতে চান তবে আমরা তাকে তা হতে দেব না। 

দলটির চেয়ারম্যান গিলগিট-বালটিস্তানের জনগণকে তাদের ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে আহবান করেন।তিনি গত 

শনিবার গিজার জেলার গহকোচ এলাকায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। 

ওই সভায় কেন্দ্রীয় পিপিপি নেতা কামার জামান কায়রা, সিনেটর করিম খাজা, পীর সৈয়দ জালাল শাহ, আমজাদ হুসেন, ডাঃ আলেম আরশাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে, গিলগিট-বালটিস্তানে বিক্ষোভের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী ইমরান খান রবিবার গিলগিট-বালটিস্তানকে অস্থায়ী-প্রাদেশিক মর্যাদা দেওয়ার ঘোষণা করেছেন। 

গিলগিট বালটিস্তান ইস্যু নিয়ে ইমরান খানের নেতৃত্বাধীনসরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ চলছে।গিলগিট-বালটিস্তান সফরকালে  ইমরান খান বলেন, “গিলগিট-বালটিস্তানে আসার অন্যতম কারণ হ'ল যে আমরা গিলগিট-বালটিস্তানকে অস্থায়ী প্রাদেশিক মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

এস এস