ন্যাভিগেশন মেনু

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু সাড়ে ১০ হাজার


চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে ভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় অনেক বেশি বেড়েছে ভাইরাসে আক্রান্ত নতুন রোগীর সংখ্যাও।

গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় সাড়ে ১০ হাজার মানুষ। একইসময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ৬ লাখ।

সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। একইসঙ্গে দৈনিক মৃত্যুতেও শীর্ষে উঠে এসেছে দেশটি।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজার ৪৭০ জন। একইসময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৮২ হাজার ২৭৪ জন। গত একদিনে সুস্থ হয়ে উঠেছে ৬ লাখ ৩৪ হাজার ২০৩ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২১ কোটি ৯২ লাখ ৩১ হাজার ৮৬৫। এরমধ্যে মারা গেছেন ৪৫ লাখ ৪৩ হাজার ৭৫১ জন। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে ১৯ কোটি ৬০ লাখ ৭ হাজার ৭৮৫ জন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনও বিশ্বে শীর্ষ অবস্থানে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৩ লাখ ৩০ হাজার ৭১২ জন । এরমধ্যে মারা গেছেন ৬ লাখ ৫৯ হাজার ৯২৭জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১ হাজার ৪৮০ জন।

সংক্রমণের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা ৩ কোটি ২৮ লাখ ৫৬ হাজার ৮৬৩ জন। এর মধ্যে মারা গেছেন ৪ লাখ ৩৯ হাজার ৫৫৯ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫০৫ জন।

সংক্রমণের ওই তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে শনাক্তের সংখ্যা ২ কোটি ৮ লাখ ৪ হাজার ২১৫ জন। এর মধ্যে মারা গেছেন ৫ লাখ ৮১ হাজার ২২৮ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭০৩ জন।

সংক্রমণের তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে ফ্রান্স, যুক্তরাজ্য, তুরস্ক, আর্জেন্টিনা, কলম্বিয়া, স্পেন, ইরান, ইতালি। সংক্রমণের তালিকায় এখন বাংলাদেশের অবস্থান ২৬ নম্বরে।

এস এ/এডিবি/