ন্যাভিগেশন মেনু

সুবর্ণচরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে শপথ


নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নোয়াখালীর সূবর্ণচরে শপথ নিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, পুলিশ ও তরুণরা।

সোমবার (৬ ডিসেম্বর) নারীর প্রতি ক্রমবর্ধমান সহিংসতা প্রতিরোধ প্রতিবাদ ও প্রতিকারের পথনুসন্ধানে সুবর্ণচর উপজেলা পরিষদ কমপ্লেক্সে এক বহুপাক্ষিক সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপে অংশগ্রহণকারীরা এই সময় ধর্ষণ, যৌন হয়রানিসহ নারীর প্রতি সকল ধরণের সহিংসতা নিরসনে তৃণমূল থেকে কাজ করা, দেশের নাগরিক, এই বিষয়ে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, নীতিনির্ধারকগণের স্ব স্ব দায়িত্ব পালন, নারীদের ঘরে-বাইরে-কর্মস্থলে-পরিবহণে নিরাপদ চলাচল নিশ্চিত করা, ধর্মীয়সহ সব ধরনের সভা-সমাবেশে নারী বিরোধী বক্তব্য বন্ধ করা, যৌন হয়রানি সংক্রান্ত মামলার তদন্তে বিচার বিভাগীয় তদন্ত চালু করার দাবি ও প্রস্তাবনা জানান।

নারী নির্যাতন প্রতিরোধ আন্তর্জাতিক পক্ষব্যাপী প্রচারণার অংশ হিসেবে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের সহায়তায় পার্টিসিপেটরি রিসার্চ অ্যাকশন নেটওয়ার্ক –প্রাণ এবং অ্যাকশনএইড বাংলাদেশ যৌথভাবে এই বহুপাক্ষিক সংলাপের আয়োজন করে।

প্রাণের প্রধান নির্বাহী নুরুল আলম মাসুদের সঞ্চালনায় সংলাপে উপস্থিত ছিলেন নোয়াখালী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তরিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার খালেদ ইবনে মালেক, সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএস ইবনুল হাসান, অ্যাকশনএইড বাংলাদেশের ডেপুটি ম্যানেজার তাছলিমা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান সালমা চৌধুরী প্রমূখ।

আয়োজকরা জানান, বিগত কয়েক বছর ধরে সারাদেশে ধর্ষণ, গণধর্ষণ, গুম, যৌন হয়রানি, যৌতুক, স্বামীর নির্যাতনের শিকার হয়ে মৃত্যু, হত্যা নারীর প্রতি এমন নানান সহিংসতা আশঙ্কাজনক হারে বেড়েছে। নোয়াখালীতে এই চিত্র আরও ভয়াবহ। শুধুমাত্র অক্টোবর মাসেই নোয়াখালী জেলায় ১৯টি ধর্ষণসহ নারীর প্রতি ৪১টি সহিংস ঘটনা ঘটেছে। এর মধ্যে জেলায় এক নারীকে নির্যাতনের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হবার পর সারাদেশ বিক্ষোভে উত্তাল হয়। গত দুই বছরে নারীর প্রতি সহিংসতার পুনরাবৃত্তিতে উল্লেখযোগ্য সংখ্যকবার সূবর্ণচর উপজেলা আলোচনায় এসেছে।

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বক্তারা জানান, নারীর প্রতি সহিংসতা সুবর্ণচরের নারী পুরুষসহ সকলের জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। সমাজের সকল স্তরের মানুষের প্রত্যক্ষ অংশগ্রহণে সামাজিকভাবে এই ব্যাধিকে প্রতিবাদ প্রতিরোধ করার কোনো বিকল্প নেই।

নারীর প্রতি সহিংসতা বিরোধী এই বহুপাক্ষিক সংলাপে সুবর্ণচর উপজেলার আটটি ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য, শিক্ষার্থী, ধর্মীয় প্রতিনিধি, কমিউনিটি নারী, সাংবাদিকসহ দুইশতাধিক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। 

ডিএ/ ওয়াই এ/এডিবি