ন্যাভিগেশন মেনু

বুধবার দেখা মিলবে বছরের সবচেয়ে বড় ‘পিঙ্ক মুন’


চলতি বছরে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসছে গোলাপী চাঁদ (পিঙ্ক মুন)। মূলত বিশাল আকৃতির জন্য এপ্রিল মাসের পূর্ণিমার চাঁদকে ‘সুপার’ বলা হচ্ছে। আর এপ্রিলের এই উজ্জ্বল চাঁদকে বলা হয় সুপার পিংক মুন।

বুধবার বাংলাদেশ সময় রাতে এ বছরের সবচেয়ে বড় এবং সবচেয়ে উজ্জ্বল চাঁদ দেখা যাবে।

এদিকে উপবৃত্তাকার কক্ষপথ প্রদক্ষিণ করার সময় পৃথিবীর সবচেয়ে কাছে আসে চাঁদ অর্থাৎ যখন কক্ষপথে চাঁদ পৃথিবীর ৯০ শতাংশ পর্যন্ত কাছাকাছি দিয়ে প্রদক্ষিণ করে- তখন সুপার মুন হয়।

এই বিষয়ে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলেছে, এই সুপারমুন 'পিঙ্ক মুন' নামেই পরিচিত।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলেন, সুপার মুনের দূরত্ব হবে পৃথিবী থেকে ৩ লাখ ৫৭ হাজার কিলোমিটার। আর সাধারণত পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব হয় ৩ লাখ ৮৪ হাজার ৪০০ কিলোমিটার।

নাসার এক বিজ্ঞানী নোয়াহ পেট্রো জানিয়েছেন, সুপারমুন হলেও এই মহামারিতে করোনা প্রতিরোধে ঘরেই থাকুন আপনারা। 

তবে এবার সুপারমুনগুলির একটি স্ট্রিং রয়েছে। তাই যদি আসন্ন চন্দ্রটি মিস করে কেউ তবে পরের চাঁদ ৭ মে মাসে দেখা যাবে।

এর আগে ফেব্রুয়ারি ও মার্চ মাসে দুটি সুপার মুন দেখা গিয়েছিল। তবে বছরের সবচেয়ে বড় চাঁদ দেখা যাবে বুধবার।

ওয়াই এ/এডিবি

একই ধরণের সংবাদ পেতে এখানে ক্লিক করুন