ন্যাভিগেশন মেনু

বুড়িমারী স্থলবন্দর দিয়ে ১০ জুন থেকে শুরু হচ্ছে আমদানি-রপ্তানি


বুড়িমারী থেকে সংবাদদাতা: করোনাভাইরাস সংক্রমণ রোধে দীর্ঘ ৭৯ দিন বন্ধ থাকার পর বুধবার (১০ জুন) থেকে  ভারত, ভুটান ও নেপালের সঙ্গে বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হচ্ছে।

সোমবার (৮ জুন) সকালে বুড়িমারী স্থলবন্দর চেকপোস্ট এলাকার শূণ্য রেখায় বডার গার্ড বাংলাদেশ বিজিবি ও বিএসএফে’র উপস্থিতিতে বাংলাদেশি ও ভারতীয় ব্যবসায়ীদের মধ্যে আমদানি রপ্তানি নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে ঘণ্টাব্যাপী বৈঠকে উভয় দেশের বন্দর ব্যবহার করে ব্যবসা পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রুহুল আমীন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বাংলাদেশ থেকে ১০ জন ও ভারতীয় ১০ জন ব্যবসায়ী  উপস্থিত ছিলেন।

এ সময় উভয় দেশের কাস্টমস কমিশনার, বন্দর উপ-পরিচালক, সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট, পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি), স্থলবন্দর ইমিগ্রেশনের ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

সভা শেষে বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানীকারক অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, বাংলাদেশ ও ভারতীয় ব্যবসায়ীদের মধ্যে আলোচনা করে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে আগামি বুধবার থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থলবন্দরে পর্যাপ্ত হ্যান্ড স্যানিটাইজারসহ সমস্ত স্বাস্থ্য উপকরণ রেখে বন্দর পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

সিবি/এডিবি