ন্যাভিগেশন মেনু

চকরিয়ায় গৃহবধুর উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন


কক্সবাজারের চকরিয়ার বদরখালীতে গৃহবধু কোহিনুর ও তার পরিবারের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকার জনসাধারণ।

রবিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তরারা বলেন, মিজানুর রহমানের স্ত্রী কোহিনুর আক্তার, তার তিন সন্তান, তিন শ্যালিকা ও শাশুড়িকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যই এই হামলা করা হয়। আসমাীদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

মানববন্ধনে কোহিনুরের বাবা জানান, সন্ত্রাসীদের হামলায় আহত কোহিনুর মুমূর্ষু অবস্থায় বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা অসহায় তাই সন্ত্রাসীরা বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। আসামীদেরকে গ্রেপ্তার করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।

উল্লেখ্য, গত ২৯ নভেম্বর  বিকেল ৩টায় বদরখালীর মগনামা পাড়ার মিজানুর রহমানের স্ত্রী কোহিনুর ও তার পরিবারের সদস্যদের উপর হামলা চালিয়ে দেশিয় অস্ত্র দিয়ে মারাত্মকভাবে জখম করে সন্ত্রাসীরা।

পরের দিন চকরিয়া থানায় কোহিনুরের বাবা আবুল হাসেম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫/৬ জনের নামে এজহার দায়ের করেন। আসামীরা হলেন আব্দুল মোতালেব, আব্দুল্লাহ, জাকের হোছন, আহমদ হোছন, মোঃমানিক, মোকরমা বেগম, আবুল হোছন, মোঃ জুয়েল, মোস্তফা, হিরা মনি।

এসএএম/ ওয়াই এ/এডিবি