ন্যাভিগেশন মেনু

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে অনলাইনে কার্যক্রম পরিচালনার আহ্বান


করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দীর্ঘ ছুটি পুষিয়ে নিতে অনলাইনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা, মূল্যায়ন ও ভর্তি কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গুণগত মান বজায় রেখে বেশ কিছু শর্ত মেনে এসব কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে এক ভিডিও কনফারেন্সে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি তিনি এ আহ্বান জানান।

বৈঠকে ডা. দীপু মনির সঙ্গে যুক্ত হন উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানসহ বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ি, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো কিভাবে অনলাইনে কার্যক্রম চালাতে পারবে সে বিষয়ে আগামী এক সপ্তাহের মধ্যে গাইডলাইন ঠিক করবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

এ বিষয়ে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ গণমাধ্যমকে জানান, করোনাভাইরাসের প্রাদূর্ভাবের কারণে সৃষ্ট বর্তমান পরিস্থিতিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে দেওয়া গাইডলাইন পরিবর্তন করা হচ্ছে। কারণ যখন এই গাইডলাইন দেওয়া হয়েছিল তখন ধারণা ছিল না যে ছুটি এত দীর্ঘ হবে। যেহেতু ছুটি দীর্ঘায়িত হচ্ছে, সে কারণে ভিন্ন বিবেচনায় যেতে হচ্ছে। মূলত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এটি করা হচ্ছে। কারণ মাত্র কয়েকটি বিশ্ববিদ্যালয় ছাড়া কোনও পাবলিক বিশ্ববিদ্যালয় অনলাইনে ইলভলবড না।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, করোনা পরিস্থিতির কারণে কতদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হবে তা বলা যাচ্ছে না। এ জন্য দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়কে এ নির্দেশনা দেওয়া হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও অনলাইন কার্যক্রম চালু রাখতে হবে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু ছুটি দীর্ঘায়িত হলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন করে সেশনজটে যেন না পড়ে সেই জন্য পরীক্ষা ও উত্তরপত্র মূল্যায়নের প্রস্তুতি নেওয়ারও পরামর্শ দিয়েছেন।

এদিকে গত ২৩ মার্চ অনলাইনে শিক্ষা কার্যক্রম চালাতে বিশ্ববিদ্যালয়গুলোকে উৎসাহিত করে ইউজিসি।

ইউজিসি মন্ত্রণালয়কে জানায়, দেশের ৬৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাস নিচ্ছে। এছাড়া সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয় এতে অংশ নিচ্ছে।

এছাড়া করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলাকালীন বন্ধে শিক্ষকদের চাকরিচ্যুত করা, বেতন কমিয়ে না দেয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

ওয়াই এ/ এডিবি