ন্যাভিগেশন মেনু

ব্রিটেনে বাংলাদেশসহ ৪৭টি দেশের পণ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে


ব্রেক্সিট প্রক্রিয়া শেষে ব্রিটেনের বাজারে বাংলাদেশসহ ৪৭টি স্বল্প উন্নত দেশের পণ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে বলে জানিয়েছে ব্রিটিশ সরকার।

মঙ্গলবার (১২ নভেম্বর) ব্রিটেনের আন্তর্জাতিক বাণিজ্য বিভাগ এবং পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, এ সিদ্ধান্তের ফলে নিম্ন এবং নিম্নমধ্যম আয়ের দেশগুলো উপকৃত হবে।

বিবৃতিতে আরও বলা হয়, ব্রিটিশ আমদানিকারকরা ব্রেক্সিট উত্তর সময়েও এ সকল দরিদ্র দেশগুলো থেকে তৈরি পোশাক ও শাকসবজির মতো পণ্য শুল্ক ছাড়াই আমদানি করতে পারবেন।

এতে বলা হয়, ব্রিটিশ সরকারের এই উদার বাণিজ্য নীতি স্বল্প উন্নত দেশসমূহের উন্নয়নে অবদান রাখবে।

প্রসঙ্গত, ২০১৯ সালে ব্রিটেন এ সকল দেশ থেকে ৮০০ কোটি পাউন্ড মূল্যের বস্ত্র ও তৈরি পোশাক আমদানি করেছে। সুত্র: ভয়েস অব আমেরিকা

এডিবি/