ন্যাভিগেশন মেনু

ব্র্যাক ব্যাংক জিতে নিল ‘আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ডস ২০১৮


দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) ব্র্যাক ব্যাংক লিমিটেডকে ‘আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ডস ২০১৮ পুরস্কার প্রদান করেছে।

ব্র্যাক ব্যাংক এর বার্ষিক প্রতিবেদন ২০১৮ এবং কর্পোরেট সুশাসনের জন্য বেসরকারী বাণিজ্যিক ব্যাংক বিভাগে দ্বিতীয় স্থান লাভ করেছে। পরপর তিন বছর আইসিএমএবি পুরস্কার পাওয়া, ব্র্যাক ব্যাংকের জন্য একটি অনন্য অর্জন।

গত ১৫ ডিসেম্বর   ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে পুরস্কার বিতরণী আয়োজনে ব্র্যাক ব্যাংক এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও এম. মাসুদ রানা এফসিএ এর হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন  পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ জাফর উদ্দিন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেইঞ্জ কমিশন-এর চেয়ারম্যান প্রফেসর ড. এম. খায়রুল হোসেন, আইসিএমএবির প্রেসিডেন্ট এম. আবুল কালাম মজুমদার এবং ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল-এর চেয়ারম্যান সি. কিউ. কে. মুসতাক আহমেদ।

এই পুরস্কার অর্জন সম্পর্কে ব্র্যাক ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আর. এফ. হোসেন বলেন:  সুশাসন, নিয়মানুবর্তিতা, নৈতিকতা ও স্বচ্ছতা ব্র্যাক ব্যাংকের ব্যবসায়িক মডেলের মূল ভিত্তি। পর পর তিন বছর আইসিএমএবি’র এই স্বীকৃতি ওই চার বিষয়ের প্রতি আমাদের দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন বহন করে।”

তিনি আরও বলেন: “এই পুরস্কার কর্পোরেট সুশাসন এবং আন্তর্জাতিক অ্যাকাউন্টিং মানদ পরিপালনের ক্ষেত্রে আমাদেরকে অনুপ্রাণিত করবে। দেশের ‘সেরা ব্যাংক’ হবার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে যেতে সাহায্য করবে এই স্বীকৃতি। ব্র্যাক ব্যাংকের ওপর অবিচল আস্থা রাখার জন্য আমরা সম্মানিত গ্রাহক ও স্টেকহোল্ডারদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তাঁদের আস্থাই আমাদের এ ধরনের স্বীকৃতি অর্জনে সহায়তা করে।”

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের অর্থায়নে অগ্রাধিকার দেয়ার ভিশন নিয়ে ব্র্যাক ব্যাংক লিমিটেড ২০০১ সালে যাত্রা শুরু করে, যা এখন পর্যন্ত দেশের অন্যতম দ্রুত প্রবৃদ্ধি অজনকারী একটি ব্যাংক।

ঢাকা স্টক এক্সচেঞ্জে ‘প্রতীকে ব্যাংকটির শেয়ার লেনদেন হয়। ১৮৭টি শাখা, ৪৬০টি এটিএম, ৪৫৬টি এসএমই ইউনিট অফিস এবং ৮ হাজারেরও বেশি মানুষের বিশাল কর্মীবাহিনী নিয়ে ব্র্যাক ব্যাংক কর্পোরেট ও রিটেইল সেগমেন্টেও সার্ভিস দিয়ে আসছে। গত চার বছরে ব্যাংকটি দৃঢ় ও শক্তিশালী আর্থিক পারফরম্যান্স প্রদর্শন করে এখন সকল প্রধান প্রধান মাপকাঠিতেই ব্যাংকিং ইন্ডাস্ট্রির শীর্ষে অবস্থান করছে।

এগার লাখেরও বেশি গ্রাহক নিয়ে ব্র্যাক ব্যাংক বিগত ১৮ বছরেই দেশের সবচেয়ে বৃহৎ জামানতবিহীণ এসএমই অর্থায়নকারী ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশের ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা ও নিয়মানুবর্তিতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ব্র্যাক ব্যাংক।

এস এস