ন্যাভিগেশন মেনু

বড়দিনে গুগলের ডুডল


গুগল আজ বড়দিনে ‘হলিডে সেশন’‌ ডুডল সিরিজের মাধ্যমেই উদযাপন করছে। আলো ঝলমলে গুগল ডুডল চোখে পড়ছে এই সার্চ ইঞ্জিনে ঢুকলেই। ২৫ ডিসেম্বর বড়দিনের ডুডলে, গুগলের লোগোটি সেজেছে আলোকমালায়। ঝলমলে আলোয় আবৃত এবং ক্রিস্টমাস সাজে বল দিয়েই গুগল শব্দের ‘ও’‌–গুলি লেখা হয়েছে।

এমনকী গুগল তার হোমপেজে একটি লাইভ সান্তা ট্র্যাকারও চালু করেছে। ট্র্যাকারের সাহায্যে জানা যাবে সান্তা কখন এবং কোথায় পৌঁছেছে। ইউজারের থেকে সান্তা কতদূরে রয়েছে বা কতটা পথ পাড়ি দিয়ে এসেছে তাও হিসেব কষে দেখিয়ে দেবে এই ট্র্যাকার।

বড়দিনে সারা বিশ্বের মানুষই তাদের ঘরে নানা ধরনের আলো এবং ক্রিস্টমাস ট্রি দিয়ে সাজান। নানা ধরনের স্বাদের আর গন্ধের শীতকালীন খাবারেও মেতে ওঠেন সবাই। এছাড়া উপহার বিনিময়, কেক পেস্ট্রি, ক্যারল গাওয়া এবং গির্জার প্রার্থনায় শান্তি খোঁজা তো আছেই। শিশুদের জন্য ক্রিস্টমাস আরও বেশিই আকর্ষণীয়। কারণ সান্তা ক্লজের উপহারের জন্য অপেক্ষার মিথ এখনও অব্যাহত।

ওআ / এস এস