ন্যাভিগেশন মেনু

শিশুকে ধর্ষণের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড


রংপুরের পীরগঞ্জ উপজেলায় চুমকি নামে এক শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে করা মামলায় একজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় এক নারীকে খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরে রংপুর জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মোস্তফা পাভেল রায়হান এই রায় দেন।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর গ্রামের দিনমজুর শাজাহান আলীর মেয়ে তানজিলা খাতুন চুমকি স্থানীয় দুরামিঠিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। ঘটনার দিন ২০১৬ সালের ১৪ জুন বিকেলে বাড়ির পাশে খেলছিল চুমকি। এ সময় প্রতিবেশী মমিন প্রধানের ছেলে রিয়াদ প্রধান (তৎকালীন বয়স ছিল ২০ বছর) আম খাওয়ার প্রলোভন দেখিয়ে ওই শিশুটিকে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। এ সময় শিশুটি চিৎকার দিলে ধরা পড়ার ভয়ে আসামি রিয়াদ তাকে শ্বাসরোধে হত্যার পর বাড়ির গৃহকর্মী ধলি বেগমের সহায়তায় সিমেন্টের বস্তায় ভরে লাশ খাটের নিচে মাটি খুঁড়ে পুঁতে রাখেন।

ঘটনার তিন দিন পর পীরগঞ্জ থানায় ওই দুইজনকে আসামি করে মামলা করেন শিশুটির বাবা। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।

প্রথমবারের মতো সরাসরি প্রজেক্টরের মাধ্যমে রায় ঘোষণা দেখানো হয়। আদালত প্রাঙ্গণে উৎসুক জনতা রায় শোনার জন্য ভিড় করেন। রায় শেষে দণ্ডপ্রাপ্তকে কারাগারে পাঠানো হয়।

ওআ/