ন্যাভিগেশন মেনু

ভারতের বিহারে যৌথবাহিনীর সঙ্গে গুলিযুদ্ধে ৩ মাওবাদী নিহত


ভারতের বিহারে যৌথবাহিনীর সঙ্গে গুলিযুদ্ধে এক শীর্ষ মাও নেতাসহ ৩ মাওবাদী নিহত হয়েছে। এ সময় উদ্ধার হয়েছে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র।

শনিবার (২১ নভেম্বর) মধ্যরাতে গয়ার মাথুরি গ্রাম সংলগ্ন বারাচাট্টি জঙ্গলে হানা দেয় যৌথবাহিনী। বিহার পুলিশ ও কোবরা ব্যাটালিয়ন যৌথবাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলিযুদ্ধ রবিবার ভোররাত পর্যন্ত চলে।

গুলির লড়াই শেষে রবিবার ভোররাতে জঙ্গল এলাকায় তল্লাশি করে যৌথবাহিনী। যৌথবাহিনীর তল্লাশি চলাকালীন এক জোনাল কমান্ডার-সহ তিন জনের মরদেহ উদ্ধার করা হয়।

মাওবাদী জোনাল এই কমান্ডারের নাম অলোক যাদব। তার উপর বেশকিছুদিন ধরেই নজর রাখছিলো পুলিশ। বাকি দুজনের পরিচয় সনাক্ত হয়নি। তাদের কাছ থেকে একটি ইনসাস রাইফেল ও একটি একে-৪৭ উদ্ধার করে যৌথবাহিনী।

প্রসঙ্গত, বারাচাট্টি জঙ্গলের দীর্ঘদিন ধরেই মাওবাদীদের উপদ্রব ছিলো। জঙ্গলের পাশে থাকা গ্রামগুলিতে মাঝেমধ্যেই গ্রামবাসীদের উপর হামলা চালাতো মাওবাদীরা। ওইদিন রাতে গ্রামবাসীরা একত্র হয়ে অনুষ্ঠানে মেতেছিলেন। সেই সময় আচমকা গুলির শব্দ শুনে গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন। ভয়ে বাড়ির দরজা দিয়ে দেন সকলে।

পুলিশ জানায়, মোস্ট ওয়ান্টেড মাওবাদী নেতার মৃত্যুতে বড়সর সাফল্য পেলো পুলিশ ও সেনার যৌথ বাহিনী। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র।

এডিবি/