ন্যাভিগেশন মেনু

ভারতের মহারাষ্ট্রে করোনা হাসপাতালে আগুনে নিহত ৪


ভারতের মহারাষ্ট্রের নাগপুরে করোনা হাসপাতালে আগুন লেগে চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও দুজন দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (৯ এপ্রিল) রাতে এই দুর্ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এ ঘটনায় ট্যুইট করে দুঃখ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ট্যুইটে তিনি লিখেছেন, ‘হঠাৎ নাগপুরের হাসপাতালে আগুন লেগে গেলো। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।’

দেশটির সংবাদ সংস্থা এএনআই এর বরাতে এনডিটিভি জানিয়েছে, এক পুলিশ কর্মকর্তা বলেছেন, ২৭ জন রোগীকে অন্য হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে। এখনই সবার স্বাস্থ্যের অবস্থা জানাতে পারছি না।

অন্যান্য কর্মকর্তারা জানিয়েছেন, হাসপাতাল থেকে চারটি মরদেহ পাওয়া গেছে। আরও দুইজনের অবস্থা সঙ্কটাপন্ন। নাগপুরের ওই হাসপাতালে শয্যাসংখ্যা ৩০। তার মধ্যে ১৫টি আইসিইউ বেড।

নাগপুরের মিউনিসিপাল করপোরেশনের চিফ ফায়ার অফিসার রাজেন্দ্র উচকে বলেন, ধারণা করা হচ্ছে হাসপাতালের দ্বিতীয় তলায় আইসিইউর এসি থেকেই এই আগুনের সূত্রপাত। তবে আগুনের শিখা সেখানেই সীমাবদ্ধ ছিলো, অন্য কোনো ফ্লোরে ছড়ায়নি।’

এই হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদেরই সেবা দেওয়া হচ্ছিলো। সম্প্রতি মহারাষ্ট্রে করোনাভাইরাসের সংক্রমণ অনেক বেড়েছে। সংক্রমণ এড়াতে রাজ্যটিতে এরই মধ্যে কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং সোমবার পর্যন্ত ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম স্থগিত রয়েছে।

এমআইআর/এডিবি/