ন্যাভিগেশন মেনু

ভারতের রাজস্থানে বাল্যবিয়ের অনুমোদন


ভারতের রাজস্থান রাজ্যে বাল্যবিয়ে-সহ সব বিয়ের নিবন্ধন করার বিল পাশ হয়েছে। এই নতুন বিলে বলা হয়েছে, বাল্যবিবাহের ক্ষেত্রে বিয়ের ৩০ দিনের মধ্যে তাদের বাবা-মা বা অভিভাবককে বিয়ে সম্পর্কে তথ্য় দিতে হবে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) হিন্দুস্তান টাইমস জানায়, রাজস্থান বাধ্যতামূলক বিবাহ নিবন্ধন (সংশোধন) বিল ২০২১ পাশ হয়েছে রাজস্থান বিধানসভায়। ২০০৯ সালের আইনকে সংশোধন করে এই নতুন বিল পাশ হয়েছে।

অন্যদিকে, এই বিলের বিরোধীতা করে বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিরোধী দল বিজেপির সদস্যরা। তারা চাইল্ড ম্যারেজের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন।

তবে শাসকদল কংগ্রেসের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশেই তারা এই বিল এনেছেন।

বিজেপি বিধায়ক অশোক লাহোটি বলেন, ‘এই বিল যদি পাশ হয় তবে এটা কালো দিন হিসাবে বিবেচ্য হবে। তবে কি বাল্যবিয়েকে স্বীকৃতি দিচ্ছে বিধানসভা? এই বিল ইতিহাসের কলঙ্কময় অধ্যায়কে সূচিত করবে।’

এদিকে মন্ত্রী শান্তি ধারিওয়াল বলেন, ‘আপনারা বলতে পারেন বাল্যবিয়েকে স্বীকৃতি দেওয়া হচ্ছে। কিন্তু সংশোধনীতে কোথাও কি বলা আছে যে, বাল্যবিয়েকে স্বীকৃতি দেওয়া হচ্ছে? ম্যারেজ সার্টিফিকেট একটি বৈধ কাগজ যেটি ছাড়া একজন বিধবা সরকারি সহায়তাটুকুও পাবেন না।’

এডিবি/