ন্যাভিগেশন মেনু

ভারতের সাবেক মন্ত্রী রামবিলাস পাসওয়ান মারা গেছেন


ভারতের কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক, খাদ্যবণ্টন মন্ত্রী রামবিলাস পাসওয়ান মারা গেছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) তার ছেলে সাংসদ চিরাগ পাসওয়ান ট্যুইট করে মৃত্যুর খবর জানান। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সম্প্রতি দিল্লির একটি হাসপাতালে তার হার্ট সার্জারি হয়েছিল। তারপর তিনি আন সুস্থ হননি।

৭৪ বছর বয়সী ভারতের অন্যতম জনপ্রিয় এই দলিত নেতা আটবারের লোকসভার সাংসদ। 

১৯৬৯ সালে সংযুক্ত সমাজবাদী পার্টি থেকে নিজের রাজনৈতিক জীবনের সূচনা করেন রামবিলাস। সেবার বিহার ভোটে জিতে বিধায়ক হন।

১৯৭৭ সালে প্রথমবার লোকসভা ভোটে জেতেন জনতা পার্টির টিকিটে। তারপর টানা পাঁচবার তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। 

২০০০ সালে লোক জনশক্তি পার্টি গঠন করেন তিনি। পরে ২০০৪ সালে কংগ্রেস নেতৃত্বাধীন প্রথম ইউপিএ সরকারের শরিক হন। 

তিনি পাঁচ আলাদা আলাদা প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় মন্ত্রী ছিলেন।

এডিবি/