ন্যাভিগেশন মেনু

ভারতে অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল বিশ্বকাপ স্থগিত


করোনাভাইরাসের কারণে গোটা বিশ্ব স্থবির। বাদ যায়নি ক্রীড়াঙ্গনে। করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে সংক্রমণ ঠেকাতে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল বিশ্বকাপ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে।

শনিবার (৪ এপ্রিল) ফিফা কনফেডারেশনস ওয়ার্কিং গ্রুপ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিশ্বজুড়ে চলতে থাকা উদ্বেগজনক পরিস্থিতির কারণে এই প্রতিযোগিতা স্থগিত করার হলো। নতুন সূচি পরবর্তীতে দেওয়া হবে।

ভারতে নারী ফুটবলের বিশ্বকাপ হওয়ার কথা ২০২০ সালের ২ নভেম্বরে। আর শেষ হওয়ার কথা ছিল ২১ নভেম্বর। হাতে পাঁচ মাসের বেশি সময় থাকলেও ঝুঁকি নেয়নি ফিফা। মূলত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের নতুন সূচি বের করতে গিয়েই পিছিয়ে দেয়া হচ্ছে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ।

মোটামুটি এই বিশ্বকাপের প্রায় সব আয়োজনই সম্পন্ন করে রেখেছিল ভারত। বাছাইপর্বও শেষ। করোনায় একের পর এক আয়োজন পিছিয়ে যাওয়ার জেরে এই বিশ্বকাপও পেছাতে হল ফিফাকে। কলকাতা, গুয়াহাটি, ভুবনেশ্বর, আমদাবাদ ও নবি মুম্বই, পাঁচটি ভেন্যুতে অংশ নেয়ার কথা ছিল ১৬টি দলের।

ওয়াই এ/এডিবি

একই ধরণের সংবাদ পেতে এখানে ক্লিক করুন