ন্যাভিগেশন মেনু

ভারতে আসছে নতুন ১০০ টাকার নোট


দ্রুত বাজারে নতুন ১০০ টাকার নোট নিয়ে আসছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ।এই নতুন নোট সহজে নষ্ট হবে না, চলবে অনেক দিন বেশি। নিজেদের অ্যানুয়াল রিপোর্টে আরবিআই  নতুন ১০০ টাকার নোটের কথা জানিয়েছে।

এই নতুন নোট দেখতে হবে বর্তমানে প্রচলিত নোটের মতই। কিন্তু এই নতুন নোটের থাকবে বিশেষ  বৈশিষ্ট্য। বিশেষ বৈশিষ্ট্যের জন্য, এই নোটকে যে কোনও জায়গায় রাখা যাবে, তাতে নোটের কোনও ক্ষতি হবে না।

জানা গিয়েছে, নতুন ১০০ টাকার নোট ছাপানোর প্রক্রিয়া এখনও চলছে। আপাতত ১০০ কোটি নতুন নোট ছাপানো হচ্ছে। এই নোটকে টেকসই করে তোলার জন্য এর উপরে করা হচ্ছে ভার্নিশ কোটিং।আরবিআই-এর দাবি, এই নোটে জল লাগলেও তা সহজে ছিঁড়ে যাবে না বা নষ্ট হবে না।

আপাতত পরীক্ষামূলক ভাবে, এই নোট বাজারে চালাচ্ছে আরবিআই। পরীক্ষা সফল হলে, নতুন নোট বাজারে ছাড়া হবে ও ধীরে ধীরে বাজার থেকে পুরনো নোট সরিয়ে ফেলবে।

পোকা-মাকড়, জল, তাপের হাত থেকে বাঁচাতে ১০০ টাকার নোটে এই ভার্নিশ কোটিং করা হচ্ছে। আগেই এই পরিকল্পনার কথা জানিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। কেন্দ্রের অনুমতি মেলায় এবার সেই কাজ শুরু করেছে । যদিও নোটের রং-এর ক্ষেত্রে কোনও পরিবর্তন আনা হচ্ছে না।

বর্তমানে চালু ১০০ টাকার নোট আড়াই থেকে তিন বছরের মতো টেকসই। নতুন ভার্নিশ কোটিং নোট এক্ষেত্রে টিকবে কমপক্ষে সাত বছর। এরফলে প্রতি বছর লক্ষ লক্ষ ছেঁড়া-নষ্ট নোটবাতিলের চাপ কিছুটা কমবে বলে মনে করছে রিজার্ভ ব্যাঙ্ক।

এস এস