ন্যাভিগেশন মেনু

ভারতে করোনায় দৈনিক সংক্রমণের হার নিম্নগামী


করোনা মহামারিতে বিপর্যস্ত ভারতে গত কয়েকদিনের তালিকায় নিম্নমুখী সংক্রমণ ও মৃত্যুর হার। রবিবার দেশটিতে সংক্রমণ ও প্রাণহানির সংখ্যা যথাক্রমে ৩৯ হাজার ৭৯৬ জন ও ৭২৩ জন। 

সোমবার (৫ জুলাই) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী,গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৭৯৬ জন। গতকালের তুলনায় এই সংক্রমণের হার কমেছে প্রায় সাড়ে তিন হাজার। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা প্রায় ৩ কোটি ৫ লাখ ৮৫ হাজার ২২৯ জন। 

তাছাড়া, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছেন ৭২৩ জন। এখন পর্যন্ত ভারতে করোনা সংক্রমণে মারা গেছে ৪ লাখ ২ হাজার ৭২ মানুষ। 

একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন প্রায় সাড়ে ৪২ হাজার মানুষ। দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মোট সুস্থ হয়েছেন দুই কোটি ৯৭ লাখ ৪৩০ জন।  

গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী কমেছে প্রায় সাড়ে ৩ হাজার। দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লাখ ৮২ হাজার ৭১ জন।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, জুলাই মাসের ৪ তারিখ পর্যন্ত ভারতে ৪১ কোটি ৯৭ লাখ ৭৭ হাজার ৪৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ লাখ ২২ হাজার ৫০৪ জনের।

পশ্চিমবঙ্গে রবিবার সন্ধ্যার বুলেটিন অনুযায়ি একদিনে মোট ১ হাজার ২৯৭ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে এবং করোনায় প্রাণ হারিয়েছেন ২০ জন।

রবিবার প্রায় ১৪ লাখ ৮১ হাজার মানুষ করোনা টিকা গ্রহণ করেছেন। এখন পর্যন্ত দেশে ৩৫ কোটি ২৮ লাখে বেশি মানুষ করোনা টিকা গ্রহণ করেছেন।

এসএ/এডিবি/