ন্যাভিগেশন মেনু

ভারতে করোনায় মৃতের সংখ্যা ৩ লাখ ছাড়ালো, একদিনে মৃত্যু ৪৪৫৫


ভারতে কয়েকদিন ধরে ঊর্ধ্বমুখী করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ৪ হাজার ৪৫৪ জন। এছাড়া গত একদিনে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা ২ লাখ ২২ হাজার ৩১৫ জন।

রবিবার (২২ মে) পর্যন্ত ভারতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ৩ হাজার ৭৫১ জন এবং মোট আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই কোটি ৬৭ লাখ ৫১ হাজার ৬৮১ জন।

অন্যদিকে অনেকটাই বেড়েছে সুস্থতার সংখ্যা। একদিনে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৩ লাখ ২ হাজার ৫৪৪ জন। এই মুহূর্তে দেশে মোট করোনা অ্যাকটিভ কেসের সংখ্যা ২৭ লাখ ২০ হাজার ৭১৬ জন।

পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮ হাজার ৪২২ জনের করোনা শনাক্ত হয়েছে। অন্যদিকে কোভিডমুক্ত হয়েছেন ১৯ হাজার ৪২৯ জন। তাছাড়া, একদিনে রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন ১৫৬ জন।

রবিবার (২৩ মে) পর্যন্ত দেশটিতে করোনার টিকা নিয়েছেন ১৯ কোটি ৬০ লাখের বেশি মানুষ।

এডিবি/