ন্যাভিগেশন মেনু

করোনা: ভারতে গত ২৪ ঘণ্টায় আড়াই লাখ শনাক্ত, মৃত্যু ১৭৬১


বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারতে করোনাভাইরাস সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৭৬১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে আরও ২ লাখ ৫৯ হাজার জন। শনাক্ত ও মৃতের দিক দিয়ে গত ২৪ ঘণ্টায় ভারতের অবস্থান সবার উপরে।

মঙ্গলবার (২০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউয়ে দেশটির বিপর্যস্ত অবস্থার চিত্র দেখা যাচ্ছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন দেড় কোটিরও বেশি মানুষ।

সংক্রমণের এই ঊর্ধ্বগতি ঠেকাতে আগামী ১ মে থেকে ১৮ বছর হলেই টিকা নেওয়া যাবে বলে ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার। ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে মোট উৎপাদনের ৫০ শতাংশ পূর্বনির্ধারিত মূল্যে কেন্দ্রীয় সরকারকে এবং বাকি অংশ রাজ্য সরকার ও বাজারে বিক্রির জন্য নির্দেশ দিয়েছে সরকার।

সিবি/এডিবি/