ন্যাভিগেশন মেনু

ভারতে গরুর জন্য ‘কাউ ক্যাবিনেট’


এবার ভারতে গরুর জন্য আলাদা মন্ত্রিসভা গঠন করা হয়েছে। এ মন্ত্রিসভার নাম দেওয়া হয়েছে ‘কাউ ক্যাবিনেট’।

ভারতের অন্যতম গরীব রাজ্যে মধ্যপ্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এটি তৈরি করেছেন। মোট ছয়টি মন্ত্রণালয়কে রাখা হয়েছে গরু ক্যাবিনেটে। পশুপালন, বন, পঞ্চায়েত, কৃষি, স্বরাষ্ট্র ও অর্থ।

এখানেই থামেননি তিনি। গরুদের বিচরণের জন্য তৈরি করছেন অভয়ারণ্য। আর গোশালা তৈরির জন্য তিনি এবার কর বসাবেন বলেও জানিয়েছেন।

এ ব্যাপারে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, ‘আমরা প্রাণীকে ভালোবাসি। তাই গরুর জন্য আমরা সামান্য অর্থ মানুষের থেকে নেওয়ার কথা ভবছি। ফলে অদূরভবিষ্যতে মধ্যপ্রদেশের মানুষকে গরু কর দিতে হতে পারে - এমনটাই জানান তিনি।‘

মুখ্যমন্ত্রীর ঘোষণা, গরুর রক্ষণাবেক্ষণ ও কল্যাণের বিষয়টি দেখবে ওই গরু মন্ত্রিসভা। ইতোমধ্যেই মন্ত্রিসভার একটি বৈঠক হয়ে গেছে। সেখানে রাজ্য জুড়ে গোশালা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারতে এখনো পর্যন্ত বাঘ, সিংহ, গন্ডারের জন্য অভয়ারণ্য আছে। বিশেষ কুমির প্রকল্প আছে। বিলুপ্তপ্রায় প্রজাতির জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। কিন্তু গরুর অভয়ারাণ্য নেই।

এমআইআর/এডিবি